Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

কেউ নেই পরীমনির পাশে?

রেজানুর রহমান

এই প্রথম কোনো নায়িকার বিপদে কোনো নায়ককে দেখা গেল না। নায়ক তো দুরের কথা চলচ্চিত্র পরিবারের কাউকেই তার পাশে দেখা গেল না। এটাতেই প্রমাণিত হয় নায়িকা পরীমনি তার চলচ্চিত্র পরিবারে কতটা বিচ্ছিন্ন ছিলেন। পরীমনিকে বলা হয় জনপ্রিয় নায়িকা। যদিও তার আলোচিত কোনো সিনেমার নাম চটকরে অনেকেই বলতে পারবেন না। তবুও তাকে বলা হয় জনপ্রিয় নায়িকা।
করোনার কারণে দুই বছর ধরে বাংলাদেশে নতুন ছবি নির্মানের উদ্যোগ থেমে আছে। রুপালী পর্দায় কোনো ব্যস্ত তাই ছিল না পরীমনির। তবে ব্যক্তিগত আচার-আচরণ, ক্লাব চর্চা সহ নানা প্রকার অশোভন, অনৈতিক কর্মকান্ডে সর্বদাই ব্যস্ত থাকেন। রাতে মানুষ ঘুমায়। কিন্তু রাত যত বাড়ত পরীমনি ততই বেপরোয়া হয়ে উঠতেন। দল বল নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়তেন। সদস্য না হলেও নিয়ম ভেঙ্গে অথবা প্রভাবশালী কারও পরিচয়ে প্রভাব খাটিয়ে এক ক্লাব থেকে অন্য ক্লাবে ঘুরে বেড়াতেন বলেও অভিযোগ আছে। মদ খেয়ে মাতলামী করতেন। এসব কারণে পরীমনি তার চলচ্চিত্র পরিবারে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেন। তার প্রতি বিরক্ত ছিলেন কী অনেকেই? সে জন্যই কী মুখ খুলছেন না চলচ্চিত্র পরিবারের কেউ?
পরীর অসংখ্য শুভাকাঙ্খী আছে। যাদের অনেকে সমাজের নানা স্তরে প্রভাবশালী। মূলত একারনেই পরীমনি এতটা বেপরোয়া হয়ে উঠেছিলেন। গ্রেফতার হওয়ার আগেও প্রায় ৩০ মিনিট নিজের বাসা থেকে ফেসবুকে লাইভ অনুষ্ঠান করেছেন। তার প্রতি অন্যায় করা হচ্ছে। বিপদে পড়েছেন তিনি এমনটাই জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন। পরীমনির ফেসবুক লাইভ এর পর তার বাসার সামনে হাজার-হাজার মানুষের সমাগম ঘটে। কিন্তু কেউ তাকে সহায়তা করতে আসেনি। ঘটনা দেখতে এসেছে।

সত্যি কী তার প্রতি অন্যায় করা হল? একজন চিত্র নায়িকার বাসা থেকে এই যে এত নিষিদ্ধ মাদক দ্রব্য পাওয়া গেল। নিজের বাসায় রীতিমত একটি বার বানিয়েছিলেন তিনি। এর জবাব কী? সিনেমা নাই। অর্থাৎ আয় রোজগারের উৎসও তো নাই। তাহলে পরীমনি এতটা বিত্তশালী হয়ে উঠলেন কি করে? তবে এজন্য কী পরীমনিকেই একক ভাবে দায়ী করা যায়? এখন হয়তো এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক হক ফারুক আহমেদ একটি ছোট্ট মন্তব্য লিখেছেন। সখিনা থেকে পরীমনি, পরীমনির বিয়ে বৃত্তান্ত, পরীমনির গাড়ি বিলাস, পরীমনির স্বামীরা কে কোথায়? এই ধরনের নিউজ সহসাই পাবেন আশাকরি। প্লিজ গ্রো আপ সাংবাদিক ভাইয়েরা।
পরীমনি গ্রেফতার হলেন। তিনি একজন জনপ্রিয় চিত্র নায়িকা। চলচ্চিত্র পরিবারের প্রতিনিধি। অথচ চলচ্চিত্র সংশ্লিষ্ট কোন সংগঠন এমন কী চলচ্চিত্র শিল্পী সমিতি থেকেও এব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান বলেছেন, বিষয়টি নিয়ে আমরা চলচ্চিত্র পরিবার বেশ বিব্রত এর বেশি আর কিছু বলতে চাই না।

লেখক – সম্পাদক,আনন্দ আলো