Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

পরিচালক হিসেবে মিলনের প্রথম সিনেমা

আনিসুর রহমান মিলন একজন জনপ্রিয় অভিনেতা। এবার তিনি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। সিনেমার নাম লাল বাক্স’। তার গল্প ভাবনায় সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বিশিষ্ট নাট্যকার মাসুম রেজা। প্রি-প্রডাকশনের কাজ প্রায় সম্পন্ন। গান রেকর্ডিং চলছে। সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু করতে চান মিলন। পরিচালনার পাশাপাশি লাল বাক্সে’ অভিনয়ও করবেন আনিসুর রহমান মিলন। প্রসঙ্গক্রমে বললেন, ছবি পরিচালনা অনেক কষ্টের কাজ। যেহেতু আমি ছবিটিতে অভিনয়ও করছি। কাজেই একটা চাপ থাকবে। তবে আশাকরি সব কিছু সামলে নিতে পারব। মিলন বলেন, সেলিম খান আমার প্রথম ছবির প্রযোজক। তার কাছে আমি কৃতজ্ঞ। কারণ তিনি আমাকে পরিচালক হওয়ার জন্য সাহস যুগিয়েছেন। আমার দর্শকদের কাছে দোয়া চাই যেন ছবিটা ভালো ভাবে নির্মাণ করতে পারি।