Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ক্রিকেট হাসলে বাংলাদেশ হাসে

ক্রিকেট হাসলে বাংলাদেশ হাসে। ক্রিকেটের পরাজয়ে দেশের মানুষ একটু যেন হতাশ হয়। আর তাই এই দেশে ক্রিকেটের জয়ের চেয়ে আর বড় কোনো আনন্দ নাই। অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বের পরাশক্তি। সেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। তাও আবার টি-২০ ফরমেটে। করোনার এই দুঃসময়ে এর চেয়ে বড় আনন্দ সংবাদ আর হয় না। ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের অবিস্মরনীয় জয়। এজন্য অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্যকে।
আজ ৪ আগস্ট সন্ধ্যে ৬টায় মীরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশী। তবে অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলবে না। প্রথম ম্যাচে হারার পর অস্ট্রেরিয়া দল আরও সতর্ক হয়ে উঠেছে। আজ একটা জমজমাট ক্রিকেট লড়াই হবে এটা বোঝা যাচ্ছে। বাংলাদেশ যদি আজ জিতে যায় তাহলে সিরিজ জয়ের সম্ভাবনা থাকবে বেশি। আর তাই আজকের খেলাটি বেশ গুরুত্বপুর্ণ।
অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের ক্রিকেট বন্দনায় হইচই পড়ে গেছে সারাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা হচ্ছে স্বগৌরবে। বিশেষ করে করোনার এই দুঃসময়ে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে বাংলাদেশের ক্রিকেট। জয়ে যেমন আমরা আনন্দিত হই। আবার পরাজয়ে ক্রিকেটারদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে একবারও ভাবিনা অনেকে। এই মানসিকতার পরিবর্তন দরকার। জয়েও আছি। পরাজয়েও আছি। মোট কথা আছি বাংলাদেশের ক্রিকেটের সাথে। জয় হোক বাংলাদেশের ক্রিকেটের।