Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

স্বামী আমার অন্যদের মতো নয় – মৌসুমী

মোহাম্মদ তারেক

তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার এই লাইনটি সবার মুখস্থ। প্রেম, ভালোবাসা, সংসার জীবনের সুখ-আনন্দ বোঝাতে আমরা অনেকেই কবিতার এই লাইনটি ব্যবহার করি। সাম্প্রতিক সময়ে ‘২৫ বছর’ কথাটি বেশ আলোচিত হচ্ছে। এই ২৫ বছর মানে কী? সোজা উত্তর ২৫ বছর মানেই দেশের এক সুখি দম্পত্তির সংসার জীবনের পঁচিশ বছর। তারা হলেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানী। সংসার জীবনের ২৫ বছর পার করলেন তারা। ভক্ত-শুভাকাঙ্খী, বন্ধুদের উদ্দেশে স্পষ্ট করেই বলেছেন, ২৫ বছর কাটলো। আমরা কথা রেখেছি।
হ্যা, আমাদের শোবিজের এই আলোচিত দম্পত্তি কথা রেখেছেন। সম্প্রতি তাদের বড় ছেলের বিয়ে দিয়েছেন। শ্বশুর, শাশুড়ি হয়েছেন মৌসুমী ও ওমর সানী। আমাদের চলচ্চিত্র পরিবারে তারা যেন সুখের উপমা। এই যে এতো সুখময় সংসার জীবন কাটাচ্ছেন এর পিছনে রহস্য কী? এই প্রশ্নের চমৎকার জবাব দিয়েছেন সবার প্রিয় অভিনেত্রী মৌসুমী। কোনো প্রকার রাখ ঢাক না করেই বলেছেন, স্বামী আমার অন্যদের মতো নয়। আজ এই মেয়ে দেখলে হা হয়ে যায়। কাল সেই মেয়েকে দেখলে মাথা ঘুরে যায়, মোটেও তেমন নয়। পরিচয়ের শুরুতেও এমন ছিল না। এখনও নেই। অনেক মেয়েকেই দেখি স্বামীর ব্যাপারে আফসোস করেন। কিন্তু আজ পর্যন্ত আমার স্বামীকে নিয়ে কোনো আফসোস করতে হয়নি। সানীর ইতিবাচক দিক হলো, মানুষকে সে খুব ভালোবাসে, বিশ্বাস করে। রাগটা একটু বেশি। কিন্তু রাগ বেশিক্ষণ থাকে না। যত সহজে রাগে তার চেয়ে দ্রুত রাগ কমে যায়। তার এই দিকটা আমার খুব পছন্দ। অন্যদিকে ওমর সানীর বক্তব্য হলো মৌসুমীর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। আমরা একে অপরকে ছাড় দেই। দু’জনের মধ্যে বোঝাপড়া বেশ ভালো। দু’জনই সংসার ও সন্তানদের নিয়ে চিন্তা করি।
১৯৯৫ সালের ৪ মার্চ মৌসুমী ও ওমর সানী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আনন্দ আলোর পক্ষ থেকে তাদের জন্য রইল অনেক শুভ কামনা।