Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মডেল হওয়া কী এতই সহজ ?

মডেল পরিচয়টা কী এতটাই ঠুনকো? নাকি সস্তা? যাকে কেউ চিনে না জানেনা। শোবিজের মানুষজনও যার সম্পর্কে কোনো ধারনা রাখেন না তিনিও মডেল হিসেবে স্বগৌরবে পরিচয় দিচ্ছেন। অন্যায়, অবৈধ, অন্ধকার জগতের বাসিন্দাও নিজেকে পরিচয় দিচ্ছেন মডেল হিসেবে। কয়েকদিন আগে পিয়াসা ও মৌ নামে দু’জন নারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। তাদের বহু অন্যায় ও অপকর্মের অভিযোগ তোলা হয়েছে। তার মধ্যে অন্যতম অভিযোগ হলোÑ তারা নাকি বিভিন্ন হোটেলে জাকজমক পার্টির আয়োজন করে সমাজের বিত্তবানদের ওই পার্টিতে আমন্ত্রণ করেন। বিত্তবানদের সন্তানরাও তাদের নাকি প্রধান টার্গেট। অনুষ্ঠানে তারা আসে। এবার শুরু হয় প্রতারণার নতুন নাটক।
অনুষ্ঠানে মদ পান করে যখন আমন্ত্রিত অতিথিরা নিয়ন্ত্রণহীন হয়ে যান তখন খোলামেলা পোশাকের নারীরা তাদের সাথে ছবি তোলেন এবং পরবর্তিতে এই ছবি পাঠিয়ে দেওয়া হয় টার্গেটের ঠিকানায়। এবার শুরু হয় অবৈধ লেন দেনের পর্ব। এভাবেই বিপুল সম্পদের মালিক হয়েছেন পিয়াসা ও মৌ। পরিচয়ের খুটি হিসেবে ব্যবহার করেছেন শোবিজকে। কবে কোন দিন হয়তোবা কোনো নাটক, বিজ্ঞাপন চিত্রে পাসিং শর্ট দিয়েছিলেন। ব্যস, নামের সাথে যুক্ত হয়েছে ‘মডেল’ পরিচয়।
গ্রেফতারের পর তাদের ‘মডেল’ পরিচয়কেই গুরুত্ব দিয়ে খবর প্রচার ও প্রকাশ করছে বিভিন্ন প্রচার মাধ্যম। ফলে দেশের মডেলিং সেক্টর সহ অভিনয় অঙ্গনও প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। এব্যাপারে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে ক্রিয়াশীল সকল সংগঠনের প্রতিবাদী, সোচ্চার ভূমিকা প্রয়োজন বলে আমরা মনে করি।