Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বড় পর্দা ছেড়ে চলে যাচ্ছেন অনেকে!

এই দেশে বড় পর্দার সিনেমা কি শেষ পর্যন্ত হারিয়ে যাবে? একটা সময় ছিল আমাদের সিনেমার ব্যস্ত তারকারা সিনেমার বাইরে টিভি নাটক বা টেলিছবিতে অভিনয় করতে চাইতেন না। বরং টেলিভিশন নাটকের প্রতি অনেকেরই অনীহা ছিল। বর্তমান সময়ে বড় পর্দার চেয়ে টেলিভিশন মাধ্যম অর্থাৎ ওটিটি প্লাটফর্মেই অভিনয়ের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন জনপ্রিয় তারকারাও।
করোনার অজুহাতে দেশের চলচ্চিত্রাঙ্গণ কার্যত স্থবির হয়ে আছে। নতুন কোনো সিনেমার খবর নেই। বরং অর্ধশত নতুন সিনেমার মুক্তি আটকে আছে। বানিজ্যিক ভাবে সফলতা না পাওয়ার আশঙ্কায় কেউই আর নতুন ছবির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে আমাদের সিনেমার জনপ্রিয় তারকারা টেলিছবি ও ওটিটি প্লাটফর্মের দিকেই বেশি ঝুকছেন। এদের মধ্যে রয়েছেন আরেফিন শুভ, পরীমনি, বিদ্যা সিনহা মীম, মাহিয়া মাহী, নুসরাত ফারিয়া, সিয়াম, পুজা চেরি সহ অনেকে।
ওটিটি মাধ্যম যুগের দাবী। সময়ের প্রয়োজনেই ওটিটি প্লাটফরম ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এজন্য বোধকরি আমাদের সিনেমার মানুষজন অনেকটাই হাল ছেড়ে দিয়েছেন। ভাবটা এমন সিনেমা আর এগুবে না। কিন্তু ভারতের কলকাতায় নির্মাতারা ইতিমধ্যে প্রমাণ করেছেন সিনেমা সিনেমাই। যতই ওটিটি জনপ্রিয় হোক সিনেমার আবেদন কমে যাবে না। মানুষ বড় পর্দায় সিনেমা দেখতে যাবেই। হ্যা, এজন্য নির্মাতাদেরকেও একটু বদলাতে হবে। সময় বিবেচনায় এই বদলটা খুবই জরুরি। কিন্তু আমাদের দেশে এর কোনো লক্ষনই দেখা যাচ্ছে না। সিনেমার তারকারা যে যার মতো নানা মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন। সিনেমার মানুষেরা অনেকটা হাত গুটিয়ে বসে বসে ভাবছেন দেখি না কী হয়?