Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টি-২০ ক্রিকেট লড়াই শুরু আজ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ শুরুর দিনে আজ ৩ আগস্ট মঙ্গলবার দেশের একটি শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদের শিরোনাম ছাপা হয়েছে এরকম বাংলাদেশের পরীক্ষা নিবে অনভিজ্ঞ অস্ট্রেলিয়া। শিরোনামটিতেই অনেক কথা লুকিয়ে আছে। অস্ট্রেলিয়া ক্রিকেট পরাশক্তি। গুনে মানে বাংলাদেশের ক্রিকেটের চেয়ে অনেক উপরে। সেই অস্ট্রেলিয়া এই করোনাকালে বাংলাদেশের সাথে খেলতে এসেছে এটা বড়ই আনন্দ সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ। টি-২০ তে বাংলাদেশের প্রথম পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজও এটি। বাংলাদেশ এর আগে সর্বোচ্চ ৪ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
আর মাত্র ২ মাস পর টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে সময় সূচি নির্ধারণ করা আছে। কাজেই ঢাকার এই টি-২০ ম্যাচকে উভয় দলই বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে দেখছে।
অস্ট্রেলিয়াকে হারানো কতটা সহজ হবে? এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট দলের টি-২০ অধিনায়ক মাহমুদ উল্লাহ বলেছেন, মাঠে নামার আগেই ভবিষ্যৎবানী করাটা সহজ নয়। কারণ অস্ট্রেলিয়া শক্তিশালী দল। ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। আশাকরি ভালো সিরিজ হবে।
স্বাগতিকদের ছাড় দিতে মোটেই রাজী নয় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক ওয়েড। তার মতে, অবশ্যই আমরা সিরিজ জিততে এসেছি। আমরা সব সময় প্রতিটি ম্যাচই জিততে চাই। তবে এটা একটা সুযোগ সবাইকে দেখার যে, বিভিন্ন ভূমিকায় দলের তরুণ ক্রিকেটাররা কে কেমন করছে। যাতে বিশ্বকাপের দল সাজাতে সুবিধা হয়।
ঢাকায় মীরপুরে হোম অব ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ৫ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আজ ৩ আগস্ট সন্ধ্যে ৬ টায়। বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস সরাসরি খেলাটি সম্প্রচার করবে।