সর্বস্বত্ব সংরক্ষিত © 2001-2021 - আনন্দ আলো
শোবার ঘর, ডাইনিং টেবিল, ড্রয়িং রুম, বারান্দার পরিবেশ দেখলেই বোঝা যায় পরিবারটির মন মানসিকতা কেমন। বিশেষ করে ড্রয়িংরুমের পরিবেশ দেখলেই বুঝে নেওয়া যায় পরিবারটি কতটা সৃজনশীল, পরিবারের মানুষ গুলো কেমন? ডাইনিং টেবিল একটি পরিবারের অত্যন্ত গুরুত্বপুর্ন জায়গা। গবেষণায় দেখা গেছে যে পরিবারের প্রতিটি সদস্য সকাল, দুপুর, সন্ধ্যা রাতে সবাই মিলে এক সাথে আহার করে সেই পরিবারে সুখ আর আনন্দ অনেক বেশী। এজন্য ডাইনিং টেবিল সাজিয়ে রাখেন সৃজনশীল মানুষেরা। আসলে নিজের যা আছে তাই গুছিয়ে রাঁখা, মায়া ছড়িয়ে ব্যবহার করার মধ্যেই তো প্রকৃত আনন্দ।
এবার ছবিটির কথায় আসি। শাপলা আমাদের জাতীয় ফুল। আবার পুস্টিকর সবজি হিসেবেও শাপলার কদর অনেক। বর্ষা মওসুমে গ্রামের বিল ঝিল থেকে শাপলা তুলে বিক্রি করে জীবন ধারণ করেন অনেক অভাবী মানুষ। তবে কারও কারও শাপলা সংগ্রহের প্রক্রিয়া অনেক শৈল্পিক ও নান্দনিক। ছবিটিই তার উৎকৃষ্ট উদাহরণ। পরম মমতায় নদীর জলে শাপলার এই মন জুড়ানো ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন হুমায়ূন কবীর বুলবুল! ছবিটি নিশ্চয়ই সবার মাঝে আনন্দ ছড়াচ্ছে…