Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

তোপের মুখে অনন্ত জলীল!

সবাই জানেন জনপ্রিয় চিত্র নায়ক অনন্ত জলীল দেশের একজন নামকরা গার্মেন্টস ব্যবসায়ী। ৫ আগস্ট পর্যন্ত দেশে লক ডাউন চলবে। কিন্তু ১ আগস্ট থেকে দেশের সকল গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। ঈদের ছুটিতে অনেক শ্রমিক গ্রামের বাড়িতে গেছেন। পরিবহন সুবিধা না থাকলে তারা কিভাবে ঢাকায় এসে নিজ নিজ প্রতিষ্ঠানে যোগ দিবেন এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তোপের মুখে পড়েছেন অনন্ত জলীল! শ্রমিকদেরকে কাজে যোগদানের আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অনন্ত জলীল। সেখানে মাহবুব নামে একজন লিখেছেন, শিল্প কারখানা খুলবে ১ তারিখ। আর লক ডাউন চলবে ৫ তারিখ পর্যন্ত। তাহলে গ্রামে আটকা পড়া শ্রমিকরা কি স্পেস শীপে করে ঢাকায় আসবে? ফাতেমা নামে আরেকজন লিখেছেন, সব সময় আপনি নিজেকে শ্রমিক বান্ধব বলেন। কিন্তু এই তার নমুনা? একবারও কি চিন্তা করলেন না গণপরিবহন না থাকলে শ্রমিকরা ঢাকায় ফিরবে কিভাবে?
ফাহিম মোর্শেদ ইভান নামে আরেকজন লিখেছেন, স্যার, কারখানা The Factory তে আসার জন্য The car দিবেন না? এমন আরও অসংখ্য প্রতিক্রিয়া রয়েছে অনন্ত জলীলের ওই লেখায়। কিন্তু অনন্ত জলীল কোনো মন্তব্য করেননি।