Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

তুমি বন্ধু কেমন বন্ধু!

কণ্ঠশিল্পী সাজেদ ফাতেমীর একটি গান ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গানের ভাষা এরকম তোর জন্য আছি আমি সব কিছুতেই রাজি, তোর জন্য রাখতে পারি জীবনটাকে রাজি… বন্ধুত্বের সংজ্ঞা এমনটাই। বন্ধু সেই যাকে মনের সব কথা খুলে বলা যায়। কথায় আছে ‘যার বন্ধু ভাগ্য ভালো পৃথিবীতে সেই নাকি সব চেয়ে সুখি মানুষ’।
আজ ১লা আগস্ট আন্তর্জাতিক বন্ধু দিবস।
বন্ধু দিবস ঘোষণার উৎপত্তি বা কারণ ঠিক কী তা সঠিকভাবে বলা মুশকিল। তবে তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, বিশৃঙ্খলা ও হিংস্রতা মানুষের মধ্যে অনেকটাই বন্ধুর অভাব তৈরি করেছিলো বলে অনেকের অভিমত। ফলে রাষ্ট্রীয়ভাবে বন্ধু দিবস পালন করার ধারণা এসেছিল বলে অনেকে মনে করেন।
এক সূত্র অনুযায়ী, বন্ধু দিবসের শুরু হয়েছিলো অনেক আগে। ১৯১৯ সালে আগস্টের প্রথম রোববার বন্ধুরা নিজেদের মধ্যে কার্ড, ফুল, উপহার বিনিময় করতো। ১৯১০ সালে জয়েস হলের প্রতিষ্ঠিত হলমার্ক কার্ড বন্ধু দিবস পালনের রীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছিলো।
আবার জানা যায়, ১৯৩৫ সালে আমেরিকার সরকার এক ব্যক্তিকে হত্যা করেছিল। দিনটি ছিল আগস্টের প্রথম শনিবার। তার প্রতিবাদে পরদিন ওই ব্যক্তির এক বন্ধু আত্মহত্যা করেন। এরপর থেকে জীবনের নানা ক্ষেত্রে বন্ধুদের অবদানের প্রতি সম্মান জানাতে আমেরিকান কংগ্রেসে ১৯৩৫ সালে আগস্টের প্রথম রোববারকে বন্ধু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই থেকেই বন্ধুত্ব দিবস শীঘ্রই এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস এর রুপ লাভ করে।
১৯৫৮ সালের ২০ জুলাই, World Friendship Crusade” এর প্রতিষ্ঠাতা Dr. Ramón Artemio Bracho বন্ধুদের সঙ্গে প্যারাগুয়ের পুয়ের্তো পিনাসকোতে (নদীর তীরে একটি শহর যা উত্তর Asuncion, Paraguay থেকে প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত) এক নৈশভোজে এ প্রস্তাব উত্থাপন করেন। সে রাতেই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা পায় এবং ৩০ জুলাই বিশ্বব্যাপী বন্ধু দিবস পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব পাঠায়। প্রায় ৫৩ বছর পর, ২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে ৩০ জুলাইকে “বিশ্ব বন্ধু দিবস” হিসেবে নির্ধারণ করা হয়।
বন্ধু দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। তবে এখনও বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আগষ্টের প্রথম রোববারই বন্ধু দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আবার কোনো কোনো দেশে ৮ এপ্রিল বন্ধু দিবস হিসেবে পালন করা হয়।
ইতিহাস যাই হোক একদিন নয় প্রতিদিনই হোক বন্ধু দিবস। প্রতিটি মানুষের জীবনে একজন ভালো বন্ধুর ভূমিকা অপরিসীম। প্রয়াত অভিনেতা হুমায়ূন ফরীদি ও নন্দিত নির্মাতা, চিত্র শিল্পী আফজাল হোসেনের অকৃত্রিম বন্ধুত্বের গল্প সবার জানা। এমন বন্ধুত্বই গুরুত্ব পাক সবার জীবনে। আজ বন্ধু দিবসে সকল বন্ধুর জন্য রইল অনাবিল ভালোবাসা। ভালো থেকো বন্ধু…