সর্বস্বত্ব সংরক্ষিত © 2001-2021 - আনন্দ আলো
দেশের জনপ্রিয় চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, সব রকম নিরাপত্তা ব্যবস্থা কঠোর ভাবে মানার পরও আমি করোনা পজিটিভ। কাজেই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল মজবুত রাখুন। পাঁচ দিন আগে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ফারুকী। অথচ তিনি এখন করোনায় আক্রান্ত।
ফারুকীর স্ত্রী দেশের জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা জানান, একমাত্র কাশির সমস্যা ছিল ফারুকীর। তাই করোনা পরীক্ষা করা হয়। তখন জানা যায় ফারুকীর করোনা হয়েছে। বাসায় আইসোলেশনে আছেন ফারুকী। খাওয়া-দাওয়া সহ সব কিছুই স্বাভাবিক। আপাতত কোনো সমস্যা হচ্ছে না। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন। গা ব্যথা, শারিরীক দুর্বলতা ও কাশির উপসর্গ দেখা দিলে তিনি রাজধানীর একটি হাসপাতালে করোনা পরীক্ষা করান। পরের দিন জানতে পারেন তিনি করোনা পজিটিভ। নিজের বাসায় আইসোলেশনে আছেন তিনি।