Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আসন্ন টি/২০ সিরিজে অজিদের যত শর্ত!

মামুনুর রহমান

অসংখ্য সুখস্মৃতি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রায় ২৪ ঘন্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ ২৯ জুলাই সকাল ৯ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিম টাইগার্স। তবে দেশে ফিরেই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যেতে হয়েছে তাদের। সামনে যে, বিশ্ব ক্রিকেটের আরেক ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার সাথে ৫টি টি/২০র সিরিজ রয়েছে আগামী ৩ আগস্ট থেকে। একই হোটেলে আজ বিকেলে অস্ট্রেলিয়া দলেরও ওঠার বিষয়টি অনেকটা স্থির। তবে পাঁচ ম্যাচের এই সিরিজ শেষে পরিবারের কাছে ফিরতে পারবেন ক্রিকেটাররা তা নিশ্চিত করেছে বিসিবি।
অজিদের শর্ত অনুযায়ী গামিনি ডি সিলভা এবার মাঠে প্রবেশ করতে পারবেন না। সিরিজ চলাকালীন গামিনি সশরীরে কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। কারন অস্ট্রেলিয়া- বাংলাদেশ সিরিজ নিয়ে যারা কাজ করবেন ইতিমধ্যে তাদের জৈব সুরক্ষা বলয়ে থাকা শুরু হয়ে গেছে। সেখানে যথা সময়ে গামিনি অংশ না নেয়ায় তার বিপক্ষে এমন চাহিদা দিয়েছে অজিরা। জানিয়ে রাখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে গত ২১শে জুলাই থেকে সংশ্লিষ্ট সকলের কোয়ারিন্টাইন শুরু হয়েছে। তাছাড়া মিরপুরে দীর্ঘ দিন খেলা না থাকায় গামিনি পাড়ি জমিয়েছিলেন শ্রীলঙ্কায়। তবে মাঠের বিশেষ প্রয়োজনে গামিনি ভিডিওকলে যুক্ত হয়ে কথা বলতে পারবেন বলে জানা যায়।
অজিদের চাহিদার এখানেই শেষ নয়। খেলা হতে হবে একটি ভেন্যুতে। ম্যাচ সংশ্লিষ্ট সকলের কোয়ারিন্টাইন নিয়ম মতো না হলে তাকে বাদ দিতে হবে। এক্ষেত্রে দুই একজন দর্শক ও মাঠে ঢুকতে পারবেন না। এদিকে মুশফিকুর রহিম কে নিয়েও ভ্রু কুঁচকে প্রশ্ন করেছে অজির (সিএ)। জিম্বাবুয়ে সফররত অবস্থায় মুশফিকের বাবা-মা করোনা আক্রান্ত হওয়ার খবরে মুশফিকুর রহিম দেশে ফিরে আসাকে কেন্দ্র করে শুরু হয়েছে এই দ্বন্দ্ব। নির্ধারিত সময়ের ২-৩ দিন পর মুশফিক কোয়ারিন্টাইন শুরু করতে প্রস্তুত ছিলেন। তবে অজিদের হেলথ প্রটোকল টিম মুশফিককে কোয়ারিন্টাইনের অনুমোদন দেয়নি। এ নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আলোচিত এই বিষয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন ও অনুর্ধ্ব ১৯ দলের ট্রেনার বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় মুখ রিচার্ড স্টনিয়ার। দুই এই অস্ট্রেলিয়ান নিজেদের মন্তব্য নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক ভাবে জানিয়েছেন। শ্রীনিবাস বলেছেন- মুশফিককে খেলতে না দেয়া মোটেও উচিৎ হচ্ছে না! “আমি ভেবেছিলাম ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ও পরিবারকে গুরুত্ব দেয়। ওহ, দুঃখিত, তা বোধ হয় শুধু তাদের খেলোয়াড়দের ক্ষেত্রেই।”
স্টনিয়ার তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশে এসে অজিরা মাত্র ৩ দিন কোয়ারিন্টাইন পালন করবে। যদিও সরকারি নিয়মানুযায়ী তাদের ১৪ দিন কোয়ারিন্টাইন করার কথা। তিনি আরো বলেন – বাংলাদেশের জন্যই তোমাদের যত নিয়ম? বাংলাদেশে কোয়ারিন্টাইন নিয়ম মেনে অস্ট্রেলিয়া কোয়ারিন্টাইন পালন করবে তো? নাকি রেহাই পেয়ে যাচ্ছো? তোমাদের যদি শিথিল হতে পারে তাহলে মুশফিকের ক্ষেত্রেও হোক। সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া নয়!