Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ভালো কাজে জেদটাই হল আসল

মেহরীন

কখনও কখনও অবজ্ঞাও মানুষের উন্নতির সিঁড়ি হয়ে দাঁড়ায়। অন্যের অবজ্ঞা নিজের ভেতর জেদ সৃষ্টি করে। আর এই জেদই হয়ে ওঠে সাফল্যের ঠিকানা। আমাদের প্রিয় শিল্পী মেহরীন পপ ঘরানার ব্যস্ত তারকা। তার গানের স্টাইলই আলাদা। পপ ঘরানায় তিনি নিজস্ব একটা স্টাইল তৈরি করেছিলেন। শুরুর দিকে দেশের একজন জনপ্রিয় শিল্পী মেহরীনের গান গাওয়ার ভঙ্গি নিয়ে কটাক্ষ করেন। সম্ভবত ২০০০ সালের কথা। মাত্র ৩ টি অ্যালবামের কাজ শেষ হয়েছে। সংসারে এসেছে প্রথম সন্তান। গানের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনাও করছিলেন তিনি। এমনই একটা ব্যস্ত সময়ে ওই জনপ্রিয় তারকার কটাক্ষপুর্ন কথা শুনে জেদী হয়ে ওঠেন মেহরীন। অন্যের অবজ্ঞা পেলে সাধারনত আমরা একটু যেন হতাশ হই, দমে যাই। কিন্তু মেহরীন মোটেও দমে যান নি। বরং বিপুল উৎসাহে গানের চর্চা শুরু করেন। তার ফলও পেয়েছেন তিনি। তার মতে, ভালো কাজে জেদটাই হল আসল!
সম্প্রতি ‘বৃষ্টি এলো’ নামের একটি মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। মেহরীন বললেন, এটি আসলে বর্ষার গান। লিখেছেন হাসিবুর রেজা কল্লোল। সুর ও সঙ্গীতি করেছেণ মুনতাসীর তুষার। বাংলাদেশের বর্ষাকাল, মাটি ও প্রকৃতির সুন্দর, বর্ণনা ও উপমা আছে গানটিতে।
করোনার এই দুঃসময়ে প্রকাশ্যে উম্মুক্ত মঞ্চে গান করার কোনো সুযোগ নাই। তাই বাসায় নিজের স্টুডিও সেটআপ-এ গানের রেকর্ডিং শিখছেন মেহরীন। বললেন, এখন আমি নিজের গান নিজেই রেকর্ড করতে পারি। স্টুডিওতে বসে ভিডিও করতেও শিখেছি। আমার একটি ইউটিউব চ্যানেল আছে। এই সংকট সময়ে বাসায় বসে চ্যানেলটি গুছিয়েছি। আমার অনেক গান নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সব গান এক জায়গায় এনেছি। সব গানের কপি রাইট করে নিয়েছি। এখন আমার গান অন্য কেউ গাইলে আমাকে পে করতে হবে।