Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরমেটেই জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

মামুনুর রহমান

অভিনন্দন!অভিনন্দন! অভিনন্দন! জিম্বাবুয়ের মাঠে ক্রিকেটের তিন ফরমেটেই সিরিজ জিতলো বাংলাদেশ। টেস্ট খেলুড়ে কোন দেশের সাথে এই প্রথম তিন ফরমেটে সিরিজ জিতে ক্রিকেট বিশ্বে নতুন করে আলোচনায় এলো বাংলাদেশ। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রিকেটের এই সাফল্যে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
জিম্বাবুয়েতে খেলতে গিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সিরিজের একমাত্র টেস্টে হারায় স্বাগতিক জিম্বাবুয়েকে। পরবর্তীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে জিম্বাবুয়েকে। সবশেষ ৩ ম্যাচের টি-২০ তে প্রথম ম্যাচে বাংলাদেশ জয় লাভ করলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফলে সিরিজের তৃতীয় ম্যাচটি পরিণত হয় ফাইনাল ম্যাচে। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ৫ উইকেটে ১৯৩ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৪ রান করতে সক্ষম হয়। তৃতীয় ম্যাচ জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে যায় বাংলাদেশ। তৃতীয় টি-২০ তে সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, শাকিব আল হাসান ও শামীম পাটোয়ারী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। শামীম ১৫ বলে ৩১ রান করে বাংলাদেশের জয়ের পথ খুলে দেন।
আনন্দ আলো পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল অফুরান শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।