Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আনন্দময় করে তুলুন ঘরবন্দী জীবন

এমন অসহায়, অস্থির পরিস্থিতির জন্য পৃথিবীর কোনো মানুষই তো প্রস্তুত ছিল না। ঈদে ঘরবন্দী থাকতে হবে কেউ কি কোনো দিন ভেবেছিল? কিন্তু করোনা মহামারী বাধ্য করেছে। তাই ঘরে থাকতে হচ্ছে সবাইকে।
তবে একটু চেষ্টা করলেই আমরা ঘর বন্দী জীবনকেও অনেক আনন্দময় করে তুলতে পারি। কিভাবে? আসুন একটি পরিকল্পনা সাজাই।
এটা তো সত্য কথা পরিবারের সব সদস্য এর আগে এত কাছাকাছি হবার সুযোগ মেলেনি। কাজেই পারিবারিক ভাবে আড্ডার আয়োজন করুন। দেশের প্রায় প্রতিটি টেলিভিশন চ্যানেলে ঈদের বর্নাঢ্য অনুষ্ঠানমালা প্রচার হচ্ছে। সবাই মিলে এসব অনুষ্ঠান দেখার চেষ্টা করুন। পরিবারের তরুণ সদস্যরা একটা কাজ করতে পারেন। পরিবারের প্রতিদিনের একটা রুটিন তেরি করতে পারেন। যেমন সকালে এক সাথে নাস্তা খাবেন। তারপর পরিবারের সবাই মিলে ডাইনিং টেবিলেই একটু আড্ডা হতে পারে। বাড়ির সামনে খোলা জায়গা থাকলে গাছের চারা রোপন করতে পারেন। বাগান থাকলে বাগানের পরিচর্যা করুন। দুপুরে আবার এক সাথে খাবার টেবিল। বিকেলে একটু বিশ্রাম। এসময় প্রিয় কবি, লেখকের বই পড়তে পারেন। টিভিতে অনুষ্ঠান দেখতে পারেন। সন্ধ্যার পর মন চাইলে টিভিতে অনুষ্ঠান দেখুন। অথবা ভালো কোনো সিনেমা দেখার ব্যবস্থা করুন। এভাবে প্রতিদিনের একটা কর্মসূচি সাজিয়ে নিন দেখবেন ঘরবন্দী জীবনও অনেক সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে।