Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আজ সায়ীদ স্যারের জন্মদিন!

শুভ শুভ শুভদিন আজ সবার প্রিয় শিক্ষক আব্দুল্লাহ আবু সায়ীদ এর জন্মদিন। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আলোকিত মানুষ গড়ার কারিগর আব্দুল্লাহ আবু সায়ীদ ১৯৩৯ সালের আজকের এই দিনে জন্মগ্রহন করেন। তাঁর পৈত্রিক নিবাস বাগেরহাটের কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে। তাঁর পিতা আযীম উদ্দিন ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক। ১৯৬১ সালে শিক্ষকতার মাধ্যমেই কর্মজীবন শুরু করেন আব্দুল্লাহ আবু সায়ীদ। মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে খন্ডকালীন প্রভাষক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেন। তারপর পর্যায়ক্রমে সিলেট মহিলা কলেজ, রাজশাহী কলেজ ও ঢাকায় ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে (বর্তমানে ঢাকা বিজ্ঞান কলেজ) শিক্ষকতা করেন। পরবর্তিতে ঢাকা কলেজে যোগ দেন। মূলতঃ ঢাকা কলেজেই তাঁর শিক্ষকতা জীবনের উজ্জ্বল ও স্মরনীয় সময় অতিবাহিত হয়। একজন নিবেদিত প্রাণ শিক্ষক ও বন্ধু হিসেবে তার রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। টেলিভিশনে উপস্থাপক হিসেবেও তিনি সমান জনপ্রিয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে বই পড়া আন্দোলনের যে সূচনা তিনি করেছেন তা একটি যুগান্তকারী উদ্যোগ।

ষাটের দশকে দেশে যে নতুন ধারার সাহিত্য আন্দোলন শুরু হয় তার সামনের সারীতে ছিলেন সবার প্রিয় শিক্ষক, সাহিত্যিক, মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি ২০০৪ সালে রামোন ম্যাগসেসে পুরস্কার, ২০০৫ সালে একুশে পদক, ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১৭ সালে সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। আনন্দ আলো পরিবারের পক্ষ থেকে গুণী এই শিক্ষাবিদ ও সাহিত্যিকের প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা।