Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ক্যান্ডি টেস্ট- বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন তামিম

ক্যান্ডি টেস্টের পঞ্চম দিনে, বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে ১৩১ বছর পর রেকর্ড ভাঙলেন তামিম ইকবাল। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ৬৪৮ রান করে শ্রীলঙ্কা। পঞ্চম ও শেষ দিনে আজ মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু হয়। ২ উইকেটে ১০০ রান করে চা-বিরতিতে যায় টাইগাররা। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। যা আর শুরু করা সম্ভব হয়নি। প্রথম ইনিংসে ৯০ রানের পর দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে অপরাজিত থাকেন তামিম। তার ইনিংসে ছিল ১০টি চার এবং ৩টি ছক্কা। এই ৭৪ রানের ইনিংস খেলার পথেই ১৩১ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গেন তামিম। টাইগারদের এই ওপেনার যখন ৫০ রানে পৌঁছান, তখন বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৫২ রান! ১৮৯০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোর যখন ৫৫, তখন ৫০ রান করেছিলেন অজি ব্যাটসম্যান জন লিঁও। ২০১৪ সালে পোর্ট অব স্পেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের যখন ৫৫ রান, তখন ৫০ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। তামিমই আজ ১৩১ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন।

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট আজ ড্র হয়েছে। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রথম পয়েন্টের মুখ দেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও দুই ফাইনালিস্ট নির্ধারিত হওয়ায় এই ৩০ পয়েন্ট কোনো কাজে আসবে না। তবে বাংলাদেশের প্রথম পয়েন্ট পাওয়ার ম্যাচে ১৩১ বছরের রেকর্ড ভেঙেছেন ওপেনার তামিম ইকবাল। ৯০ আর ৭৪ রানের দুটি ইনিংস খেলে তিনি প্রশংসায় ভাসছেন।

সম্পর্কিত