সর্বস্বত্ব সংরক্ষিত © 2001-2021 - আনন্দ আলো
ক্যান্ডি টেস্ট দ্বিতীয় দিন
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যাটিং করছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে টাইগাররা। গতকালের মতো আজও অসাধারণ ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ১৬৩ রানে সাজঘরে ফিরেছেন তিনি।
৩৭৮ বলে খেলা এই ইনিংসে ১৭টি দৃষ্টিনন্দন চারের পাশাপাশি শান্ত হাঁকিয়েছেন একটি বিশাল ছক্কাও। লাহিরু কুমারার বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪১৫ রান। দায়িত্বশীল ব্যাটিং করছেন অধিনায়ক মুমিনুলও।

দেশের বাইরে তুলে নিয়েছেন নিজের প্রথম শতক। ১২৪ রানে ব্যাট করছেন তিনি। তার সঙ্গে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম।এর আগে ২ উইকেটে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। আগের দিন দুর্দান্ত ব্যাট করেছেন তামিম ইকবালও। ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন তিনি। তবে আরেক ওপেনার সাইফ হাসান রানের খাতা খুলতে পারেননি।