Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

সতর্ক পদক্ষেপ বিপাশার

দুই দশক ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন বিপাশা বসু। ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন এই বঙ্গ ললনা। তবে বলিউডে পা রাখার ব্যাপারে ছিলেন বেশ সাবধানী। বিনোদ খান্না চেয়েছিলেন ছেলে অক্ষয় খান্নার বিপরীতে ‘হিমালয়পুত্র’ ছবিতে তাকে নায়িকা বানাতে। তিনি রাজি হননি। জয়া বচ্চনও জেপি দত্তের সঙ্গে ‘আখরি মুঘল’ ছবিতে অভিষেক বচ্চনের বিপরীতে কাজ করার জন্য তাকে অনুরোধ করেছিলেন। সে আবেদনে সাড়া দিলেও সিনেমাটি আর হয়নি। তার বদলে কারিনা-অভিষেককে নিয়ে জেপি দত্ত বানিয়ে ফেলেন ‘রিফিউজি’। যদিও সেই ছবিতে সুনিল শেঠির বিপরীতে একটি চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল বিপাশাকে। কিন্তু তিনি রাজি হননি। অবশেষে ২০০১ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘আজনবি’ ছবিতে এক নেগেটিভ চরিত্র দিয়ে বলিউডি হাতেখড়ি তার। এতে বিপাশা এতটাই নজর কাড়েন যে সেরা নবাগত অভিনেত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়ে যান। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ২০০২ বিপাশার জীবনে অন্যতম সফল বছর। বিপাশা অভিনীত হরর ছবি ‘রাজ’ ঘুম কেড়েছিল বহু মানুষের। ২০০৩ সালে পূজা ভাটের ‘জিসম’-এ বিপাশা-জন আব্রাহামের রসায়ন জমে ক্ষীর। ‘জাদু কা নশা হ্যায়’ গানটি আজও লোকের মুখে মুখে। এরপর একে একে ‘নো এন্ট্রি’, ‘কর্পোরেট’সহ বহু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই ডার্ক বিউটি। সফল ক্যরিয়ারের পাশাপাশি জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক নিয়ে সবসময় আলোচনায় ছিলেন তিনি। ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত লিভ-ইন সম্পর্কে ছিলেন।
কিন্তু ২০ বছরের ফিল্মি ক্যারিয়ারে আজ পর্যন্ত কোনো খানের বিপরীতে দেখা যায়নি তাকে। ‘নো এন্ট্রি’তে সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি, তবে নায়িকা ছিলেন না। এর কী কারণ? ইন্ডাস্ট্রির অনেকেরই বক্তব্য, এখানেও সেই ‘আউটসাইডার’ নীতি। তথাকথিত ‘স্টারকিড’ তকমা না থাকার জন্য ফল ভুগতে হয়েছিল বিপাশাকে। তবে তা নিয়ে বিপাশার কোনো আফসোস নেই, তা তিনি নিজেই জানিয়েছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। ‘লাগান’ ছবিতে আমির খানের বিপরীতে কাজ করা গ্রেসি সিংয়ের প্রসঙ্গ টেনে বিপাশা বলেন, ‘ভাগ্যিস আমি কোনো খানের সঙ্গে কাজ করিনি। নয়তো আমার ক্যারিয়ারও একই সময়ে কাজ শুরু করা গ্রেসির মতো হতো। সে তো আমিরের সঙ্গে অভিষেক করেছিল। কিন্তু আজ সে কোথায়? তার ক্যারিয়ার তো শেষ হয়েছে অনেক আগেই।’ বিপাশা আরও বলেন, ‘কাজ তো খানেদের সঙ্গে অনেকেই করেছেন। কিন্তু তারা অদৃশ্য হয়ে গেছেন সময়ের সঙ্গে সঙ্গে। আমার ক্ষেত্রে কিন্তু তা হয়নি। খানদের সঙ্গে ছবি না করেও আমি রয়ে গেছি। নিজেকে আমি ভাগ্যবতী মনে করি।’ বিপাশা এখন সিনেমা থেকে দূরে আছেন। করণ সিং গ্রোভারের সঙ্গে সুখে সংসার করছেন। শোনা যাচ্ছে তিনি মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আবার তার বলিউডে ফেরারও গুঞ্জন রয়েছে।