Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

চ্যানেল আইতে দেখুন

হুমায়ূন আহমেদের ‘একলা পাখি’

চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছে হুমায়ূন আহমেদের ধারাবাহিক ‘একলা পাথি’। এ ধারাবাহিকে অভিনয় করেছেন তিশা, মীর সাব্বির, সোহানা সাবা, চ্যালেঞ্জার, শামীম শাহেদ, আল মামুন, শামীমা নাজনীন, মুনিরা মিঠু, মহিউদ্দিন বাহার, আব্দুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, এহসানুর রহমান, মাসুদ আখন্দ, জুয়েল রানা, যুথি, শারমিন প্রমুখ। প্রচার হচ্ছে প্রতি রবিবার থেকে শুক্রবার রাত ৯.৩৫ মিনিটে।

মেগা ধারাবাহিক সাকিন সারিসুরি

আবারও শুরু হয়েছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘সাকিন সারিসুরি’। বৃন্দাবন দাসের রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। অভিনয়ে নাজমুল হুদা বাচ্চু, এস এম মহসীন, মাসুম আজিজ, আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, রওনক হাসান, মুনতাসির মামুন সাজু, শিরীন আলম, শানরাই দেবী শানু, অলিনা আখতার শিখা, শিলভি, সীমানা, মিঠী, আনিসুল হক বরুন, কান্তা, মামুনুর রশীদ প্রমুখ। নাটকটি প্রচার হচ্ছে প্রতি শনি ও রবিবার রাত ৮টায়।