Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় এ আর রহমান

মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’-এর শ্যুটিং এ বছরের শুরুতে শেষ হয়েছে। আন্তর্জাতিক এ সিনেমাটির শুরু থেকেই একের পর এক চমক দিচ্ছেন নির্মাতা। সিনেমার প্রধান চরিত্রে বলিউডের শক্তিমান অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকীর অভিনয়ের খবরে নড়েচড়ে বসেন সবাই। এরপর জানা যায় সিনেমাটির সহ-প্রযোজনা করবেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে সিনেমাটির শিল্পী তালিকায় রেখে আবারও চমক সৃষ্টি করেন পরিচালক। নায়িকা চরিত্রে আছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল। ফারুকী এবার দিলেন আরেক বড় চমক! ‘নো ল্যান্ডস ম্যান’-এ এবার যুক্ত হলেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। শুধু সংগীত পরিচালক হিসেবে নয়, ফারুকীর এই ছবির প্রযোজনাতেও যুক্ত হলেন তিনি। গত বুধবার আমেরিকান ম্যাগাজিন ভ্যারাইটিতে প্রকাশিত রিপোর্টে এমন তথ্যই জানানো হয়। ছবিতে এ আর রহমানকে যুক্ত করার বিষয়ে ফারুকী জানিয়েছেন, ‘নো ল্যান্ডস ম্যান’-এর সংগীত পরিচালনার জন্য যে ধরনের গ্লোবাল স্ট্যান্ডার্ডের কাজ দরকার, তাতে আমার এ আর রহমানকেই একমাত্র আর্টিস্ট বলে মনে হয়েছে। তাই শ্যুটিং শেষ করে তাকে রাফকাট দেখাই। এরপর আমাদের মধ্যে ছবিটি নিয়ে প্রচুর আইডিয়া শেয়ার হয়, তিনি ছবিটি দারুণ পছন্দ করেন। তার মতো একজন মানুষকে সংগীত পরিচালক এবং একই সঙ্গে কো-প্রোডিউসার হিসেবে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার।’
‘নো ল্যান্ডস ম্যান’-এর শ্যুটিং শেষ। তবে লকডাউনের জন্য আটকে আছে পোস্ট-প্রোডাকশনের কাজ। এ বিষয়ে ফারুকী বলেন, ছবিটির ফাইনাল এডিটিং নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু এরমধ্যে লকডাউনের কারণে আমাদের কাজ আটকে আছে। বাংলাদেশ ছাড়াও ভারত এবং আমেরিকায় হচ্ছে ‘নো ল্যান্ডস ম্যান’-এর কাজ। মিউজিক রেকর্ডিং হচ্ছে ভারতে। দেশের সিনেমায় নতুন ধারা প্রবর্তনকারী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’-এর চিত্রনাট্য ইতিমধ্যে একাধিক ফেস্টিভ্যালে ফান্ড জিতে নিয়েছে। এটি ২০১৪ সালে বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে। সে বছর ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে দেওয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে। তিশা ও এ আর রহমান ছাড়া ছবিটি প্রযোজনায় যুক্ত আছেন অভিনেতা নাওয়াজউদ্দিন, বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, মোস্তফা সরয়ার ফারুকী ও বঙ্গ বিডি।