Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ফারুকীর টেলিভিশন এবার হইচইয়ে

৭ বছর আগে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছিলেন ‘টেলিভিশন’ সিনেমাটি। তখনকার সময় মুক্তির পর বেশ আলোড়ন তুলেছিল এই সিনেমা। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা অভিনীত সেই ছবিটি এবার অনলাইনে মুক্তি পাচ্ছে। ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’ আগামী ৫ জুন এ সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে হইচই এর বাংলাদেশ কর্তৃপক্ষরা।

সিনেমাটি নির্মাণাধীন থাকা কালে গুটেনবর্গ ফিল্ম ফেস্টিভালে চিত্রনাট্যের জন্য পুরস্কার লাভ করে এবং মুক্তির আগেই জিতে নেয় ২০১২ সালের এশিয়ান সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন পুরস্কার। এছাড়াও ৮৬তম একাডেমী অ্যাওয়ার্ড (অস্কার) এর বিদেশি ভাষার সিনেমা প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চলচ্চিত্রটিকে বাংলাদেশ থেকে মনোনয়ন দেয়া হয়েছিল। শুধু তাই নয়, অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৩ এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে (অ্যাপসা) ফার্স্ট জুরি গ্র্যান্ড পুরস্কার অর্জন করে চলচ্চিত্রটি। ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘এশিয়ান সিলেক্ট’ ক্যাটাগরিতে সেরা সিনেমা হিসেবে ‘নেটপ্যাক পুরস্কার’ পায় সিনেমাটি। ‘টেলিভিশন’ সিনেমার কাহিনী যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।