Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বলিউড মিশনে প্রস্তুত মিঠুন চক্রবর্তীর মেয়ে

মিঠুন চক্রবর্তীর আসনটা বলিউডে বেশ ওপরেই। আশির দশকে বলিউড মাতিয়েছেন তিনি। সঙ্গে কলকাতা বাংলা সিনেমারও প্রিয় নায়ক তিনি। দুটি ইন্ডাস্ট্রি তাকে স্মরণ করবে কাজের জন্য। তার ছেলে মহাক্ষয় চক্রবর্তীও হেঁটেছেন বাবার পথ ধরেই। এবার শোনা গেল বলিউডে নাম লেখাতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তী। এই ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্য একেবারেই প্রস্তুত তিনি। দিশানি নিজেকে কীভাবে প্রস্তুত করে চলেছেন সেটা তার ইনস্টগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়।

নিউইয়র্কের ফিল্ম একাডেমি থেকে স্নাতক শেষ করেছেন দিশানি। অভিনয়ের প্রতি বেশ আগ্রহও রয়েছে তার। এছাড়া নিজের দারুণ সব ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বাবা অভিনেতা মিঠুন অনেক দিন থেকেই অভিনয় থেকে দূরে সরে আছেন। মাস খানের আগে মাকে হারিয়েছেন তিনি। সব মিলিয়ে তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অনেক ঝড়।

অন্যান্য বাবার মত তারও ইচ্ছে ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হোক নিজের যোগ্যতায়। ছেলে অভিনয়ে এসে এখনও তেমন সুবিধা করে ওঠতে পারেনি। এখন মেয়ের পালা। বলিউড যাত্রায় দিশানির ভাগ্যে কী আছে দেখা যাক!।