Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

‘কেজিএফ-২’ মুক্তির আগেই ১২০ কোটিতে বিক্রি টিভি সত্ত্ব!

‘কেজিএফ’ ভারতীয় সিনেমায় সবচেয়ে আলোচিত ও প্রশংসিত ছবি ‘বাহুবলী’র পরেই। সিনেমাটির প্রথম চ্যাপ্টার মুক্তির পর থেকেই দর্শক তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে এর দ্বিতীয় চ্যাপ্টারের জন্য। এ বছর মুক্তির কথা থাকলেও করোনার কারণে মুক্তি পিছিয়ে দেয়ার ঘোষণা এসেছে। তবে এবার শোনা গেল আরো একটি চমকে যাওয়ার মতো খবর! ১২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে ‘কেজিএফ : চ্যাপ্টার ২’ এর সত্ত্ব। এমনটাই গুঞ্জন উঠেছে ভারতীয় মিডিয়ায়। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কিছু বলতে চায় নি! এমনকি ছবির নির্মাতা বা অভিনেতা যশের কাছ থেকেও অফিশিয়ালি কোনো ঘোষণা আসেনি!

তবে বড় দানে যে এই ছবির সত্ত্ব বিক্রি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারোই। ইতোমধ্যেই ছবিটির শুটিংয়ের সকল কাজ শেষ হয়েছে। একই সাথে লকডাউনেই সীমিত আকারে চলছে এর পোস্ট প্রোডাকশনের কাজ। ‘কেজিএফ-চ্যাপ্টার টু’ তে দক্ষিণী সুপারস্টার যশের বিপরীতে দেখা যাবে শ্রীনিধি শেঠিকে। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবীনা ট্যান্ডনসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে কন্নড়, তামিল, তেলেগু, মালালায়ম ও হিন্দি ভাষায়।