Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

কত অল্পতেই জীবন চলে শিখিয়েছে করোনা : শাবানা আজমি

ভারতজুড়ে চলছে লকডাউন। তবে শাবানা আজমি তারও অনেক আগে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। শুটিং এর জন্য বুদাপেস্ট যেতে হওয়ায় গত ১৫ মার্চ ভারত ফিরে সেলফ কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সেলফ কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরও লকডাউন থাকায় দীর্ঘ সময় ধরে ঘরে আঁটকে আছেন তিনি।

তিনি বলেন, ‘আমি হইচই করে বেড়ানো মানুষ। কখনোই ভাবিনি এরকম পরিস্থিতিতে পড়তে হবে। তবে জাভেদ আখতার এবং আমি আগে কখনই এত সময় একসঙ্গে কাটাইনি। এটা লকডাউনের ইতিবাচক দিক।’ ঘরে থাকলেও সময়টাকে কাজে লাগাচ্ছেন এই জুটি। তিনি আরও জানান, ‘জাভেদ লিখছে, আমি প্রচুর পড়ছি। কিছু স্ক্রিপ্টও দেখছি। আমার বাবার প্রতিষ্ঠিত এনজিওর কিছু কাজও দেখছি। শুকনা খাবার, তেল, স্যানিটারি টাওয়েলের সাথে আমরা প্রায় ২২ হাজার মাস্কও বিতরণ করেছি।’

শাবানা আজমি মনে করেন, এই মহামারীতে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা বুঝা গেল। অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরার কষ্ট, ধনী-গরীবের ভেদাভেদ আরও স্পষ্ট করে ফুটিয়ে তুললো। সমাজের শুধু একটা অংশকে নিয়ে ভাবলে চলবে না, সবাইকে নিয়ে ভাবার সময় এটা।

শাবানা আজমি মনে করেন করোনাভাইরাস আমাদেরকে অনেক কিছু অনুধাবন করতে শিখিয়েছে। ‘পরিচ্ছন্ন থাকা এবং স্যানিটাইজেশন ছাড়াও আমরা নিজেদের লোভ সংবরণ করা শিখেছি। অনেকের আলমারিতেই উপচে পড়া কাপড়, ব্যাগ এবং জুতা। তবুও আমাদের আরও চাই। কত অল্পতেই আমাদের জীবন চলে শিখিয়েছে করোনাকাল। সফলতা মাপা উচিত কেউ অন্যকে কতটুকু সাহায্য করতে পারলো তার উপর ভিত্তি করে।’