সর্বস্বত্ব সংরক্ষিত © 2001-2021 - আনন্দ আলো
হাতে গোনা কয়েক দিন পর ঈদ! করোনার মহামারীতে এবার কোন সিনেমা মুক্তি পাচ্ছে না। টানা লকডাউনের কারণে ছোটপর্দায়ও নেই তেমন কাজ! কিন্তু এরইমধ্যে ঈদকে লক্ষ্য করে ‘পদ্মা মিউজিক’ ইউটিউব চ্যানেলে মুক্তি দিল ঈদের বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঈদের ছুটি’। আফফান মিতুলের গল্পে, বুলবুল মাসউদের চিত্রনাট্যে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী ঈদের ছুটিতে একমাত্র ছেলের বাড়িতে না ফেরাকে কেন্দ্র করে এক মায়ের স্বপ্নভঙ্গের, দুঃখ-দুর্দশার করুণ চিত্রের। এতে মা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শেলী আহসান এবং আফফান মিতুল।
অভিনেতা আফফান মিতুল বলেন, ঈদের ছুটিতে প্রত্যেক সন্তান যেন তার মায়ের সাথে ঈদ করে, সেই বার্তাটাই এতে দেয়া হয়েছে কারণ মায়ের কাছে ঈদ মানেই তাঁর সন্তান। কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। ‘ঈদের ছুটি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হাসি মুন, রাশেদ হক, নাজমুল হোসেন, হেলাল, দূর্জয়। পরিচালনা করেছেন বুলবুল মাসউদ।