Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আমি অনেক বেশি ইমোশনাল!-বাঁধন সরকার পূজা

মোহাম্মদ তারেক
আনন্দ আলো: আপনি কোন পূজা?
পূজা: আমি গানের পূজা।
আনন্দ আলো: গানে এলেন কেন?
পূজা: আমার গান গাওয়ার সকল অনুপ্রেরণার পেছনে রয়েছে অমার মা প্রনীতা সরকার। তিনি ছিলেন বিটিভির তালিকা ভূক্ত শিল্পী। মূলত মায়ের উৎসাহ গানের জগতে আসা।
আনন্দ আলো: গানের হাতে খড়ি…
পূজা: আমার গানের হাতে খড়ি মঞ্জুশ্রী রায়ের কাছে। তার কাছ থেকে বেশ কয়েক বছর সঙ্গীতের ওপর তালিম নেই। এরপর সুধীন দাস, নীলুফার ইয়াসমীন, খালিদ হোসেন, ফেরদৌস আরা, এম. এ মান্নান, সজীব দে, সুবীর নন্দী, শাম্মী আখতার প্রমুখের মতো বড় মাপের শিল্পীদের কাছ থেকে তালিম নিয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ক্ল্যাসিক্যাল ও আধুনিক গানের ওপর।
আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজটি?
পূজা: ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতাটি আমার সঙ্গীত জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
আনন্দ আলো: গান গেয়ে পুরস্কার…
পূজা: বিটিভির নতুন কুড়ি প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন এবং ২০০৫ সালে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন।
আনন্দ আলো: প্রতিদিন ঘুম থেকে উঠে মনে মনে কী বলেন?
পূজা: মনে মনে বলি দিনটা যেন আমার ভালো যায়।
আনন্দ আলো: প্রথম অ্যালবাম…
পূজা: ২০১০ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয় আমার জীবনের প্রথম একক অ্যালবাম। অ্যালবামের নাম ছিল ‘প্রজাপতি মন’।
আনন্দ আলো: যাকে অথবা যাদের গান শুনে এখনো গান শিখি…
পূজা: নীলুফার ইয়াসমীন, রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম, ফেরদৌস আরা, শাম্মী আখতার সহ সিনিয়র শিল্পীদের গান শুনে শুনে এখনো গান শিখি।
আনন্দ আলো: ভালোবাসার গান…
পূজা: আমার ভালোবাসার গান অনেক। কোনটা ছেড়ে কোনটা বলব। তবে ‘কতটা যে ভালোবাসি’, ‘আমি তুমি ময়’, ‘তুমি শুধু আমার’, ‘দূরে দূরে’, ‘তোমাকে নিয়ে’, ‘একটাই তুমি’, ‘দোতরা’, ‘মানে না মন’, ‘কেন বারে বারে’, ‘কি জাদু’, ‘যত দেখি তোমাকে’ গান গুলো আমার খুবই পছন্দের।
আনন্দ আলো: যে গানটি গুন গুন করে গাইতে মন চায়?
পূজা: দূরে দূরে, মন মানে না, কেন বারে বারে গান গুলো গুন গুন করে গাইতে মন চায়।
আনন্দ আলো: আপনার মতে গান আগে নাকি ভিডিও?
পূজা: অবশ্যই গান আগে। কারণ গান শুনতে ভালো না রাগলে তা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। সেটার যত ভালো ভিডিও করা হোক না কেন অডিওকে আগে প্রাধান্য দেয়া উচিত। আর ভিডিওটা হলো গান প্রচারনার একটা মাধ্যম।
আনন্দ আলো: আপনার কাছে গান কী?
পূজা: গান হচ্ছে এমন এক বিনোদন যা আপনাকে খুব অল্প সময়ে হাসাবে, কাঁদাবে, আনন্দ দিবে। গান এক ধরনের প্রার্থনার মতো যা আপনার মনকে শান্তি দেয়। মনকে পরিশুদ্ধ করে।

আনন্দ আলো: কাকে বলছেন তুমি শুধু আমার?
পূজা: ইমরানের সঙ্গে আমার গাওয়া নতুন গান এটি। গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। মনের মতো একটি গান হয়েছে। অডিওর সঙ্গে মিল রেখে এর ভিডিও করা হয়। শ্রোতা-দর্শকদের কাছে ভালো লেগেছে ‘তুমি শুধু আমার’ গানটি।
আনন্দ আলো: জীবনের যে সময়টা ফ্রেমে বন্দি রাখার মতো…
পূজা: আমার বাবা-মার সাথে প্রতিটি মুহূর্তের সময়টা ফ্রেমে বন্দি রাখার মতো।
আনন্দ আলো: যখন বুঝি মানুষ আমাকে অনেক ভালোবাসে…
পূজা: শ্রোতা-ভক্তদের প্রতি আমি সব সময় শ্রদ্ধাশীল। তাদের সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ দেয়া কিংবা হাসি মুখে একটু কথা বলতে পারলে খুব ভালো লাগে।
আনন্দ আলো: শ্রোতাদের ভালোবাসার বিনিময়ে যা দিতে চাই…
পূজা: আমি আরও ভালো ভালো গান উপহার দিতে চাই।
আনন্দ আলো: আপনি কল্পনা করছেন, স্বামীকে সঙ্গে নিয়ে নদীর মাঝখানে নৌকায় চড়ে গান করছেন। এমন সময় হঠাৎ একটা হাঙ্গর এসে আপনাকে আক্রমণ করল। তখন কী করবেন?
পূজা: কি আর করা কল্পনা দেখা বন্ধ করে দেব।
আনন্দ আলো: নিজের সবচেয়ে দূর্বল দিক?
পূজা: আমি অনেক বেশি ইমোশনাল।
আনন্দ আলো: সংসার কেমন চলছে?
পূজা: অনেক ভালো চলছে। আমার স্বামী আমার খুব ভালো বন্ধুও। তাই তার সঙ্গে আমার বোঝাপড়াটাও ভালো। আমাদের বেশ চলে যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।