Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

রাগলে মাথা ঠিক থাকে না-সানিয়া রমা

মোহাম্মদ তারেক
আনন্দ আলো: আপনি কোন রমা?
সানিয়া রমা: আমি গানের সানিয়া রমা।
আনন্দ আলো: রমা নামের অর্থ কী?
সানিয়া রমা: ইতালির রোম থেকে রমা। রমা মানে সুন্দর।
আনন্দ আলো: আপনি নাকি ইন্দুবালা?
সানিয়া রমা: আমি ইন্দুবালা হব কেন? আমি তো রমা। ‘ইন্দুবালা’ ছবিতে আমি দুইটি গান গেয়েছিলাম। একটি ফকির শাহবুদ্দিনের সঙ্গে ডুয়েট ‘কৃষ্ণ জানে রাধা জানে’ অন্যটি বেলাল খানের সাথে ‘তুমি হলে রাজ কুমারী গানটি’।
আনন্দ আলো: গানে এলেন কেন?
সানিয়া রমা: আমার বাবা গান গাইতেন। বড় বোন গান গাইতেন। গানের পরিবেশে আমি বড় হয়েছি। ছোটবেলা থেকেই আমি গায়িকা হতে চেয়েছিলাম। তাই গানে আসা।
আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে গানটি…
সানিয়া রমা: আমার লেখা ও সুরে ‘দয়াময়’ গানটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
আনন্দ আলো: স্টুডিওতে প্রথম দিন…
সানিয়া রমা: ২০০২ সালে আমি যখন ক্লাস টুতে পড়ি তখন ‘প্রজাপতি প্রজাপতি’ গানটি প্রথম স্টুডিওতে গেয়েছিলাম।
আনন্দ আলো: প্রথম অ্যালবাম…
সানিয়া রমা: ২০১৫ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয় আমার জীবনের প্রথম একক অ্যালবাম। অ্যালবামের নাম ছিল ‘ডাগর ডুগোর চাহোনি’।
আনন্দ আলো: সিনেমার গানে অভিষেক…
সানিয়া রমা: ২০১৩ সালে ‘মায়া’ সিনেমায় আমি প্রথম প্লেব্যাক করেছিলাম।
আনন্দ আলো: যাকে অথবা যাদের গান শুনে এখনো গান শিখি…
সানিয়া রমা: রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম ফাহমিদা নবী, সামিনা চৌধুরী সহ সিনিয়র শিল্পীদের গান শুনে শুনে এখনো গান শিখি।

আনন্দ আলো: ভালোবাসার গান…
সানিয়া রমা: আমার ভালোবাসার গান অনেক আছে। কোনটা ছেড়ে কোনটা বলব। তবে ‘আমি তোমার মনের ভিতর’, ‘অলির কথা শুনে বকুল হাসে’, ‘না যেওনা রজনী এখনো বাকী’, ‘তুমি মিষ্টি করে দুষ্টু বলো’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তুমি আমার প্রথম সকাল’ এসব গানগুলো আমার খুবই পছন্দের।
আনন্দ আলো: কোন শিল্পীর সঙ্গে ডুয়েট গান করতে মন চায়?
সানিয়া রমা: আসিফ আকবর ভাইয়ের সঙ্গে ডুয়েট গান করতে মন চায়।
আনন্দ আলো: যে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত…
সানিয়া রমা: বেশি বেশি করে ভালো গান গাইতে হবে।
আনন্দ আলো: আপনার মতে গান আগে নাকি ভিডিও?
সানিয়া রমা: অবশ্যই গান আগে। কারন গান শুনতে ভালো না লাগলে ভিডিও কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। সেটার যত ভালো ভিডিও করা হোক না কেন অডিওকে আগে প্রাধান্য দেয়া উচিত।
আনন্দ আলো: নাটকের প্রস্তাব পেলে অভিনয় করবেন কী?
সানিয়া রমা: না ভাই, আমি অভিনয় করব না। গানের মানুষ গানেই থাকতে চাই। গানই আমার জীবন।
আনন্দ আলো: জীবন কেন গানের মতো হয় না?
সানিয়া রমা: জীবনকে যদি গানের মতো ভাবা যায় তাহলেই জীবনটা গানের মতো হয়ে যাবে।
আনন্দ আলো: কখন নিজের ওপর রাগ হয়…
সানিয়া রমা: আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বললে। সেটা হোক ভালো, হোক খারাপ।
আনন্দ আলো: যার প্রেমে এখনো মশগুল…
সানিয়া রমা: আছে একজন। নাম বলা যাবে না। সময় হলে সবাইকে জানাবো।
আনন্দ আলো: আপনার প্রিয় শখ কী?
সানিয়া রমা: গান শোনা আর ভালো খবর শোনার জন্য অপেক্ষা করা।
আনন্দ আলো: প্রিয় মহূর্ত কোনটি?
সানিয়া রমা: বেঁচে থাকাকে উপভোগ করি। তাই বেঁচে থাকার প্রতিটি মুহূর্তই আমার প্রিয়।
আনন্দ আলো: রমার বাজে অভ্যাস…
সানিয়া রমা: রাগলে আমার মাথা ঠিক থাকে না। এটা আমার বাজে অভ্যাস।