Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মা শুক্রবার চুল কাটতে দিত না: আবুল হায়াত

৭ সেপ্টেম্বর বিশিষ্ট অভিনেতা আবুল হায়াতের জন্মদিন। কথা হল জনপ্রিয় এই অভিনেতার সাথে-

আনন্দ আলো: ছোটবেলায় জন্মদিন পালিত হত?

আবুল হায়াত: নাহ্ একদমই না। আগেকার বাবা মায়েরা জন্মদিনই মনে রাখতো না। তবে কিভাবে যেন আমার মা আমার জন্মদিনটি মনে রেখেছিল। ১৯৫১ সালের ২৩ ভাদ্র আমার জন্ম। সেই হিসেবে পরবর্তীতে আমি ইংরেজি ডেট বের করি। আমার জন্মদিন পালন করা শুরু হয়েছে বুড়ো বয়সে এসে, যখন মেয়েদের জন্মদিন পালন করা শুরু হল তখন থেকে।

আনন্দ আলো: জন্মদিন নিয়ে মজার ঘটনা জানতে চাই-

আবুল হায়াত: আমার জন্ম হয়েছিল শুক্রবারে। তাই আমার মা কখনো আমাকে শুক্রবারে চুল কাটতে দিত না। মা বেঁচে থাকা অব্দি এই নিয়ম মেনে চলতে হয়েছে।

আনন্দ আলো: এখনো সেটা মেনে চলেন?

আবুল হায়াত: এখন তো চুল কাটানোরই দরকার পড়ে না।

আনন্দ আলো: কিভাবে পালন করেন জন্মদিন?

আবুল হায়াত: একেবারে ঘরোয়া পরিবেশে জন্মদিন পালন করি। এখন নাতী নাতনী হয়েছে। তারা মজা করে। পরিবারের সবাই মিলে রেস্টুরেন্টে চলে যাই। একসাথে খাই। উপহারও পাই। স্ত্রী ফুল, পারফিউম উপহার দেয়। মেয়েরা বই, শার্ট উপহার দেয়। আর নাতী-নাতনীরা ছবি এঁকে উপহার দেয়।

আনন্দ আলো: জন্মদিনের স্মরণীয় স্মৃতি?

আবুল হায়াত: আমার ৫০তম জন্মদিন বেশ আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছিল। বোন থেকে শুরু করে পরিবারের সবাই উপস্থিত ছিল। নাগরিক নাট্য সম্প্রদায় ও চারুডিরম এর যৌথ আয়োজনে আমার ৭০তম জন্মদিন পালন করে। এসবই জন্মদিনের স্মরনীয় স্মৃতি।