Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আমার বাজে অভ্যাস, রাগ কন্ট্রোল করতে পারি না!-লুইপা

মোহাম্মদ তারেক :

আনন্দ আলো: আপনি কোন লুইপা?
লুইপা: আমি সেরাকণ্ঠের লুইপা।
আনন্দ আলো: আপনি নাকি জেন্টেল ম্যান?
লুইপা: আমি ম্যান হব কেন? আমি তো ওমেন। ‘জেন্টেলম্যান’ আমার কণ্ঠে গাওয়া গান। গানটি বেশ প্রশংসিত হয়েছিল।
আনন্দ আলো: গানে এলেন কেন?
লুইপা: তিন বছর বয়স থেকে আমি বগুড়া শিশু একাডেমিতে গান শেখা শুরু করি। ওস্তাদ আব্দুল মজিদ স্যারের কাছে আমার গানে হাতে খড়ি। ছোটবেলা থেকেই আমি গায়িকা হতে চেয়েছিলাম। তাই গানে আসা।
আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজটি?
লুইপা: ২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতাটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
আনন্দ আলো: গান গেয়ে প্রথম পুরস্কার…
লুইপা: ছোটবেলায় জাতীয় শিশু কিশোর সংগীত প্রতিযোগিতায় সাতটি স্বর্ণপদক পেয়েছিলাম।
আনন্দ আলো: যে গান দিয়ে মানুষ আমাকে চিনতে শুরু করে?
লুইপা: রুনা লায়লা ম্যাডামের ‘যখন থামবে কোলাহল’ গানটি দিয়ে মানুষ আমাকে চিনতে শুরু করে।
আনন্দ আলো: প্রথম অ্যালবাম…
লুইপা: ২০১৪ সালে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয় আমার জীবনের প্রথম একক অ্যালবাম। অ্যালবামের নাম ছিল ‘ছায়াবাজি’।
আনন্দ আলো: চলচ্চিত্রের গানে অভিষেক…
লুইপা: ‘ক্রাইম রোড’ সিনেমায় আমি প্রথম প্লে ব্যাক করেছিলাম। ‘নারে নারে মনটা কি আর পারে’ গানটির সংগীত পরিচালনা করেছিলেন আলি আকরাম শুভ।

আনন্দ আলো: যাকে অথবা যাদের গান শুনে এখনো গান শিখি…
লুইপা: নিলুফার ইয়াসমীন, রুনা লায়লা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম সহ সিনিয়র শিল্পীদের গান শুনে শুনে এখনো গান শিখি।
আনন্দ আলো: ভালোবাসার গান….
লুইপা: আমার ভালোবাসার গান অনেক। কোনটা ছেড়ে কোনটা বলব। তবে ‘আয় খুকু আয়’, ‘তোমাকে ভালোবেসে কি পেলাম উপহার’, ‘এক বরষার বৃষ্টিতে ভিজে’ গান গুলো আমার খুবই পছন্দের।
আনন্দ আলো: কাউকে বেসুরে গাইতে দেখলে কী মনে হয়?
লুইপা: আমার কাছে সবই সুর মনে হয়। কারণ যেটা বেসুর সেটাও একটা সুরের মধ্যে থাকে। বেসুরা গান গাওয়া কিন্তু একটা কঠিন ব্যাপার।
আনন্দ আলো: যে গানটি গুন গুন করে গাইতে মন চায়?
লুইপা: ‘জোছনা করেছে আঁড়ি’ গানটি গুন গুন করে গাইতে মন চায়।
আনন্দ আলো: কোন শিল্পীর সঙ্গে ডুয়েট গান করতে মন চায়?
লুইপা: প্রতীক হাসান, অপু আমান ও পরাশ ভাইয়ের সঙ্গে ডুয়েট গান করতে মন চায়।
আনন্দ আলো: নায়িকা হলে কাকে নায়ক হিসেবে নিতে চাইবেন?
লুইপা: আমি আমার গানের নায়িকা হয়েছি। আমার গানে নায়ক হচ্ছেন সিয়াম।
আনন্দ আলো: কী ঘটেছে ‘তোমার পাড়ায়’?
লুইপা: আমার গাওয়া নতুন গান এটি। গানটি লিখেছেন জামাল হোসাইন। সুর ও সংগীতায়োজন করেছেন মুহিন খান। খুব মিষ্টি কথা ও সুরের গান ‘তোমার পাড়ায়’ আমি প্রাণ খুলে গানটি গেয়েছি।
আনন্দ আলো: মানুষ দুই হাতে হালি বাজায় কেন?
লুইপা: মানুষের যে দুইটা হাত আছে, সেটাতো একটা কাজে লাগাতে হবে।
আনন্দ আলো: পছন্দের পোষাক…
লুইপা: বরাবরই সেলোয়াড় কামিজ পরতে ভালো লাগে। শাড়ি খুব একটা পরা হয়না।
আনন্দ আলো: খুব রেগে যাই যখন…
ল্ইুপা: রেগে গেলে আমার খুব সমস্যা হয়। ব্লাড পেসার বেড়ে যায়। কোনো কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারিনা। তবে একটা সময় আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যায়।
আনন্দ আলো: যা করলে মন ভালো হয়ে যায়….
লুইপা: চা খেতে পারলে মন ভালো হয়ে যায়।
আনন্দ আলো: আমার বাজে অভ্যাস…
লুইপা: আমার বাজে অভ্যাস আমি খুব তাড়াতাড়ি রেগে যাই। রাগ কন্ট্রোল করতে পারিনা।