Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ভাই আপনি হাসির নাটকে অভিনয় করেন কেন?

আনন্দ আলো: ফারুক আহমেদ নামের অর্থ কী? এই নাম নিয়ে কী আপনি সন্তুষ্ট?

ফারুক আহমেদ: হ্যাঁ নাম নিয়ে খুবই সন্তুষ্ট।

আনন্দ আলো: অভিনয় এলেন কেন?

ফারুক আহমেদ: ভালো লাগা থেকে অভিনয়ে এসেছি।

আনন্দ আলো: জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে কাজ? ফরুক আহমেদ: সততা। একমাত্র সততা

আনন্দ আলো: বাংলা সিনেমা দেখেন? দেখলে কেন দেখেন? না দেখলে কেন দেখেন না?

ফারুক আহমেদ: মাঝে মধ্যে দু একটা ভালো ছবি দেখি। তবে নিম্নমানের ছবি একদমই দেখি না।

আনন্দ আলো: বেশির ভাগ ক্ষেত্রে কৌতুক অভিনেতারা কেন মোটা হন?

ফারুক আহমেদ: বেশির ভাগ ক্ষেত্রে কৌতুক অভিনেতারা স্বাস্থ্যবান হন কারন তারা সুখে থাকেন আর খাওয়া-দাওয়া বেশি করেন তাই।

আনন্দ আলো: দেশের টিভি চ্যানেল দেখেন? দেখলে কেন দেখেন? না দেখলে কেন দেখেন না?

ফারুক আহমেদ: দেশের টিভি চ্যানেল গুলোর অনুষ্ঠান অবশ্যই দেখি। ভালো কী হচ্ছে তা দেখার জন্য দেখি। ভালো কিছু হলে ভালোলাগে।

আনন্দ আলো: একদিন সকালে ঘুম থেকে জেগে দেখলেন আপনার বিছানায় বসে আছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। তাকে দেখে আপনি কী করবেন?

ফারুক আহমেদ: প্রথমে তাকে জড়িয়ে ধরবো। তারপর তাকে জিজ্ঞেস করবো এতদিন আপনি কোথায় ছিলেন।

আনন্দ আলো: সবাই বলে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আপনি কি বলেন?

ফারুক আহমেদ: সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন মানুষের সাথে ভালো ব্যবহার করি

faruk-ahmmedআনন্দ আলো: অভিনয় ছাড়া আর যা ভালো করতে পারেন?

ফারুক আহমেদ: ভালো স্ক্রিপ্ট লিখতে পারি।

আনন্দ আলো: হঠাৎ ছিনতাইকারীর কবলে পড়লে কী করবেন?

ফারুক আহমেদ: মোবাইল ছাড়া সব কিছু দিয়ে দেব।

আনন্দ আলো: কোনো গ্রামে আপনি শুটিং করতে গেলেন। ক্যামেরা লাইট, অ্যাকশন বলার সাথে সাথে আপনার কণ্ঠ মেয়েলি হয়ে গেল। তখন আপনি কী করবেন?

ফারুক আহমেদ: আমার কাছে একটা ট্যাবলেট আছে ওটা খেলে আবার পুরুষ কণ্ঠ হয়ে যায়। অনেক সময় আমার কণ্ঠ মেয়েলি হয়ে যায়তো সেজন্য সব সময় ট্যাবলেট পকেটে রাখি।

আনন্দ আলো: আপনাকে বেশির ভাগ নাটক ও সিনেমায় কমেডি চরিত্রে দেখা যায় কেন?

ফারুক আহমেদ: আসলে আমি কমেডি চরিত্র বুঝি না। আমি অভিনেতা অভিনয় করি।

আনন্দ আলো: ক্রিকেট খেলার সুযোগ পেলে আপনি ব্যাটসম্যান না কি বোলার হবেন?

ফারুক আহমেদ: ব্যাটসম্যান হব। কারণ চার ছক্কা ভালো মারতে পারি।

আনন্দ আলো: গোপন কোন কথাটি স্ত্রীর কাছে বলেন না?

ফারুক আহমেদ: স্ত্রীর কাছে কোনো কথা গোপন রাখি না। সব বলে দেই।

আনন্দ আলো: আপনার পাঁচটি ভালো গুণের কথা বলুন?

ফারুক আহমেদ: আমার পাঁচটি ভালো গুণ হচ্ছে। আমি একজন সৎ মানুষ। মিথ্যা কথা কম বলি। আমি অনেক পরিশ্রমি। সময় সচেতন। যে কোনো বিষয়ে আমি অনেক সিরিয়াস।

আনন্দ আলো: আপনার পাঁচটি খারাপ গুণের কথা বলুন?

ফারুক আহমেদ: আমার পাঁচটি খারাপ গুণ হচ্ছে আমি মানুষকে অল্পতেই বিশ্বাস করি। আমার মোবাইল নাম্বার ফেসবুকে দেয়া আছে এটা খারাপ দিক। আমার স্ত্রী ও কন্যাকে সময় কম দেই আরেকটু সময় দিলে ভালো হত। আমার হাত একটু খোলা এ কারনে অনেক সময় বিপদে পড়ে যাই।

আনন্দ আলো: প্রেম করতে মন লাগে বিয়ে করতে কী লাগে?

ফারুক আহমেদ: বিয়ে করতে টাকা এবং মন দুটোই লাগে।

আনন্দ আলো: চাঁদে যাওয়ার সুযোগ পেলে সঙ্গী হিসেবে কাকে নিবেন?

ফারুক আহমেদ: চাঁদে যাওয়ার সুযোগ পেলে স্ত্রী কন্যাকে সঙ্গে করে নিয়ে যাব।

আনন্দ আলো: কখন নিজের উপর রাগ হয়?

ফারুক আহমেদ: যখন আমি খারাপ মানুষের সংর্স্পশে আসি। প্রথমে বুঝতে পারি না সে খারাপ লোক। পরে যখন বুঝি তখন রাগ হয় কেন এই লোকের সঙ্গে মিশলাম।

আনন্দ আলো: আবার যদি তরুণ বয়স ফিরে পান তখন কি করবেন?

ফারুক আহমেদ: ক্রিকেটার হতে চাই।

আনন্দ আলো: দেখা হয়নি চুক্ষ মেলিয়া… কি এমন জিনিস দেখা হয়নি?

ফারুক আহমেদ: সুন্দরবন।

আনন্দ আলো: যে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত?

ফারুক আহমদে: আপনি বেশি হাসির নাটকে অভিনয় করেন কেন?