Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

রুহীর এগিয়ে যাওয়া

নাটক- নৃত্যানুষ্ঠান ও মডেলিং- তিন মাধ্যমেই সমানভাবে কাজ করে যাচ্ছেন নুসরাত জান্নাত রুহী। শোবিজে যাকে সবাই রুহী নামেই বেশি চিনেন। নিজেকে সবসময় ভিন্নভাবে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি। চরিত্র, কাজের ধরণ এবং নিজের সাথে কাজটি কতটুকু মানানসই- সবকিছু বিবেচনা করে তবেই কাজটি করতে যান। রুহী ছোটবেলা থেকেই নাচের সঙ্গে সম্পৃক্ত। যেদিন স্কুলে ভর্তি হোন, সে বছরই নাচের স্কুলে তার মা ভর্তি করিয়ে দেন। তখন থেকেই তিনি বাফা, বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় শিল্পকলা একাডেমিসহ দেশের প্রায় সব ইনস্টিটিউট থেকেই তিনি ক্ল্যাসিক্যাল নাচের উপর প্রশিক্ষণ নিয়েছেন। শান্ত- মরিয়ম বিশ্ববিদ্যালয় থেকে নাচের উপর তিনি মাস্টার্স করেছেন। ফ্যাশন ডিজাইন- এও তিনি মাস্টার্স করেছেন। রুহী বুলবুল একাডেমী অব ফাইন আর্টস (বাফা) এ বারো বছর ধরে সিনিয়র নৃত্য শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর অঞ্চল-৫ এর যাত্রাবাড়ি শাখায় সঙ্গীত স্কুলে টিচার এডমিন হিসেবে শিক্ষগতা করছেন। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি বেশকিছু অনুষ্ঠানে নিয়মিত অংশ গ্রহণ করে আসছেন। শোবিজে রুহী কাজ শুরু করেন ১৯৯৮ সালে। বিটিভি থেকে শুরু করে দেশের প্রায় সব ক‘টি টিভি চ্যানেলে তিনি নাচের অনুষ্ঠান করেছেন। সেই সময়ে তিনি বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটক-টেলিফিল্মেও কাজ করেছেন। মাঝে পড়াশুনার জন্য নিয়েছেন লম্বা একটি বিরতি। বিইউএফটি থেকে ফ্যাশন ডিজাইন ও শান্ত মরিয়াম থেকে মাস্টার্স করার ফলে তিনি মডেলিং এবং অভিনয় থেকে সরে আসেন। এছাড়াও নিজের স্বপ্নীল ললিতকলা একাডেমির ব্যস্ততা, নাচের উপর বিভিন্ন কোর্স করা সহ জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করার ফলে তিনি শোবিজে নিয়মিত কাজ করতে পারেননি। তবে ২০১২ সাল থেকে রুহী আবার নিয়মিত কাজ শুরু করেছেন। অভিনয়, মডেলিং এবং উপস্থাপনা করছেন নিয়মিত।
বর্তমানে রুহী নাটকে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত। কিছুদিন আগে অভিনেতা আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেন। ‘আকাশ বদল’ শিরোনামের নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হওয়ার পর থেকেই শোবিজে বেশ আলোচনায় আসেন রুহী। এছাড়াও আরটিভিতে তার অভিনীত ও তপু খানের পরিচালনায় ‘সময়ের গল্প’, আজাদ আল মামুনের পরিচালনায় ‘শিমুল তুলার প্রেম’, তানভীর হোসেন প্রবালের পরিচালনায় এটিএন বাংলায় ‘গল্পটি ভ-এর’ সহ বেশিকিছু নাটক প্রচার হয়। সম্প্রতি এনটিভিতে জনপ্রিয় অভিনেতা অপূর্ব-এর সাথে ‘বুক পকেটের গল্প’ শিরোনামের নাটকটি প্রচার হওয়ার পর শোবিজে আরো আলোচনায় আসেন তিনি। আরো অভিনয় করেন অভিনেতা সজল, জোভান, ইরফান সাজ্জাদ, নিলয় ও চিত্রনায়ক ইমন সহ অনেক জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে। এসব নাটকগুলোর মধ্যে রয়েছে- হারুন রুশোর পরিচালনায় ‘দহনকালের ভালোবাসা’ ও ‘এবং বিচ্ছেদ এবং ভালোবাসা’, অনিক বিশ্বাসের পরিচালনায় ‘দ্রোহ’, কাজী সাইফ আহমেদের ‘অদ্ভুত মায়াজাল’, লুনা খানের ‘ভালোবাসার অন্য অনুভূতি’, স্বাধীন ফুয়াদের ‘ভাষার আর্তনাদ’সহ ‘প্রেম অথবা অপ্রেমের গল্প’, ‘রাইটার’, ‘অন্য বসন্ত’, ‘মুখোশ’, ‘গানিতিক হিসাবের গল্প’সহ আরো অনেকগুলো নাটক। এগুলোর প্রত্যেকটিতে রুহীকে ভিন্ন ভিন্ন সব চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সামনে বৈশাখ এবং ঈদের বেশকিছু খন্ড নাটক ও টেলিফিল্মের শুটিং করবেন এই গø্যামার কন্যা। যেগুলোর কো-আর্টিস্ট হচ্ছেন অপূর্ব, সজল, নিশো, জোভান ও তৌসিফসহ জনপ্রিয় সব অভিনেতা। এসব নাটক সামনের ঈদে প্রচার হবে বলে জানান তিনি। মিউজিক ভিডিওতেও মডেল হয়েছেন খুলনার মেয়ে রুহী। শিল্পী মিলন মাহমুদ-এর ‘প্রিয়জন’, এফএ সুমন- এর ‘মন শুধু তুই তুই’ করে সহ বেশ কয়েকটি গানে তাকে মডেল হিসেবে দেখা গেছে। নাচের মেয়ে হওয়াতে মিউজিক ভিডিও করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে মিউজিক ভিডিওর কনসেপ্ট এবং গানটি অবশ্যই ভালো হওয়া চাই তার। রুহী নিয়মিত বিজ্ঞাপন ও স্টিল ফটোগ্রাফিতেও কাজ করছেন। দেশের প্রায় সবক’টি জাতীয় দৈনিকের লাইফস্টাইল পেইজে কাভার ফটোশ্যুট করেছেন তিনি। আরো করেছেন ফ্যাশন হাউজগুলোর ফটোশ্যুটও। যারমধ্যে রয়েছে রঙ বাংলাদেশ, ইন-টোটো, সাজমন, জ্যোতি শাড়ি হাউজ, বিশ্বরঙ সহ আরো অনেকগুলো ফ্যাশন হাউজ। বিজ্ঞাপনেও কাজ করেছেন রুহী। আরএফএল ডিসপো, ম্যাক্স ব্যাগসহ বেশকিছু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। উপস্থাপনাতেও রয়েছে রুহীর দক্ষতা। মাই টিভির মিউজিক ড্রিম, কী লিখি তোমায়সহ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। রুহী স্বপ্ন দেখেন শোবিজে এমনকিছু কাজ করতে যেসব কাজ দিয়ে তিনি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিতে পারেন। রুহী স্বপ্ন দেখেন বড় পর্দায় অভিনয় করারও। তবে একেবারে কমার্শিয়াল ছবি নয়, আর্ট ঘরানার ছবিতে ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে তার বেশ আগ্রহ রয়েছে।