সর্বস্বত্ব সংরক্ষিত © 2001-2021 - আনন্দ আলো
আমাদের প্রকৃতি আজ নানানভাবে হুমকির মুখে। সুবজ অরণ্য পাহাড় আর সমুদ্র বিপন্ন হচ্ছে। তাই এই বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য যতো বেশি বই প্রকাশ তথা অনুষ্ঠান প্রচার হবে ততোই আমাদের জীবনের জন্য মঙ্গল জনক। আর এইরকম সচেতনমূলক বই প্রায় প্রতিবছর বইমেলায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রকাশ করে আসছে। তারই ধারাবাহিকতায় ‘বাংলাদেশের রক্ষিত অঞ্চল’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ইংরেজী ও বাংলা উভয় ভাষায় বইটি প্রকাশিত হয়েছে। আইএফআইসি ব্যাংক চ্যানেল আই বইমেলা সরাসরি অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন উপপ্রধান বনসংরক্ষক জহির উদ্দিন আহমেদ, যৌথ লেখক শামীম আহমেদ ও হুমায়ূন কবির। বইটি ইংরেজীতে অনুবাদ করেছেন খায়রুল আনাম।
মোড়ক উন্মোচকালে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, আমরা প্রতি বছরই বইমেলায় চেষ্টা করি পাঠক তথা বইপ্রেমীদের প্রকৃতি বিষয়ক নতুন বই উপহার দিতে। তারই ধারবাহিকতায় এবার আমরা ‘বাংলাদেশের রক্ষিত অঞ্চল’ বইটি প্রকাশ করেছি। এই বইটি শিশু-কিশোর থেকে শুরু করে পরিণত বয়স পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য গুরুত্বপুর্ণ। প্রতিটি মানুষের দায়িত্ব আছে বনাঞ্চল তথা পাহাড়, সমুদ্র রক্ষার জন্য কাজ করা। এব্যাপারে সচেতনতা তৈরি করবে এই বইটি। জহির উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের বন বনানী ও পাহাড় পর্বতের তথ্য প্রতিটি মানুষের জানা দরকার। আমাদের ৪১টি রক্ষিত বনভ‚মি রয়েছে। এই বইটিতে ২৫টি বনভ‚মির তথ্য রয়েছে। যা আমাদের সন্তান তথা প্রতিটি মানুষের জানা জরুরি। তাই এই ধরনের প্রকাশনা অনেক প্রয়োজন। এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বই প্রকাশনা করায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই। উল্লেখ্য, ‘বাংলাদেশের রক্ষিত অঞ্চল’ বইটি যৌথভাবে লিখেছেন মুকিত মজুমদার বাবু, শামীম আহমেদ ও হুমায়ূন কবীর।