Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

এক বইয়ের মেলায় কত যে আয়োজন!

বিশেষ প্রতিনিধি
লেখক বলছি অনুষ্ঠানে বেশ ভীড়। সোহরাওয়ার্দী উদ্যাণের স্মৃতি স্তম্ভের লেক ঘেসে একটু দূরে ‘লেখক বলছি’ মঞ্চের অবস্থান। ছোট্ট মঞ্চ। তবে ছিমছাম গোছানো। মেঝেটা কার্পেটে মোড়া। পাশাপাশি দুটি চেয়ার। সামনে একটি ছোট্ট টেবিল। আগে থেকে কবি লেখকরা সহ অনুষ্ঠানের দর্শক চেয়ার দখল করে বসেছিলেন। কাটায় কাটায় ঠিক পাঁচটায় গতকাল লেখক বলছি অনুষ্ঠানটি শুরু হলো। বইমেলায় এবারই প্রথম এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি লেখককুঞ্জ অথবা লেখক আড্ডা টাইপের অনুষ্ঠানের নতুন সংস্করণ। আশা করা যায় ভবিষ্যতে ‘লেখক বলছি’ অনুষ্ঠানটি বইমেলার নিয়মিত অনুষ্ঠানে পরিণত হবে।
একই সময়ে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যাণ অংশে নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চেও বেশ ভীড় দেখা গেল। একাধিক নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। কাজেই লম্বা সিরিয়াল পড়েছে। অনুষ্ঠানের উপস্থাপক সহ মঞ্চের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সিরিয়াল মেইনটেইন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তাই বলে হৈ চৈ চেচামেচির মতো কোনো অবস্থার সৃষ্টি হয়নি। সবার চোখে মুখে আনন্দ খেলা করছিল। একটু দূরে মেলার বাংলা একাডেমি এলাকায় মূলমঞ্চে চলছিল বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠান। সেখানে প্রচুর শ্রোতা-দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেল। অনেকে গভীর মনযোগ দিয়ে অতিথিদের আলোচনা শুনছিলেন। একই সময়ে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যাণ এলাকায় উম্মুক্ত মঞ্চে চলছিল মঞ্চ নাটক। সেখানেও প্রচুর ভীড়। অর্থাৎ একুশে বইমেলায় এলে প্রিয় কবি লেখকের বইতো কিনবেনই। বিনোদনের নানা ক্ষেত্র তৈরি হয়ে আছে আপনার জন্য।