Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

কেউ কেউ আসছেন শুধুই আড্ডা দিতে!

বইমেলা যত না বইকেনার জায়গা তার চেয়ে বেশী বেড়ানোর জায়গায় পরিণত হয়েছে। গতকাল মেলায় গিয়ে দেখা গেল মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে লেকের ধার ঘেসে প্রচুর মানুষ বসে, দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ছবি তুলছে। খাবার খাচ্ছে। কিন্তু অধিকাংশ মানুষের হাতে কোনো বই নেই। বইয়ের মেলায় আড্ডা আর খাওয়া-দাওয়া হচ্ছে বেশ। লেখক বলছি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ ও পাশেই উম্মুক্ত মঞ্চে নাটক প্রদর্শনীর স্থলে প্রচুর মানুষের ভীড় থাকলেও সেই তুলনায় বই কেনার ব্যাপারে অনেকের আগ্রহ দেখা গেল না। তবে বিভিন্ন প্রকাশনীর পক্ষ থেকে বলা হল এবার অন্য বছরের তুলনায় মেলায় বইয়ের বিক্রি বেড়েছে। যারা বই কেনার তারা ঠিকই বই কিনছে। তবে যারা মেলায় শুধুমাত্র আড্ডা দিতে আসে তারা যদি একটি করেও বই কিনতো তাহলে বইমেলার প্রত্যেক স্টলের বইয়ের র‌্যাক ফাঁকা হয়ে যেত। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে লেকের পাড়ে আড্ডারত কয়েকজনের সাথে কথা হল। তাদের বক্তব্য আমরা মেলা দেখতে এসেছি। ভীড়ের কারনে আজ বই কিনব না। ২১শে ফেব্রæয়ারির পর বইমেলা তুলনামূলক ভাবে একটু ফাঁকা হবে। তখন মেলায় ঘুরে ঘুরে বই কিনব।
উল্লেখ্য, আগামীকাল মহান একুশে ফেব্রæয়ারি। বইমেলা সারাদিন খোলা থাকবে। সকাল ৭টায় মেলা শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।