Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মেলায় বইয়ের বিক্রি বেড়েছে

নিজস্ব প্রতিনিধি
এবারের বইমেলা অন্যান্যবারের চেয়ে সত্যিকার অর্থে অন্যরকম, একটু আলাদা। সে কারণে ক্রেতা দর্শকেরা বেশ খুশি। ২/৩ বছর আগেও বইমেলা বলতে সবাই বুঝতেন বাংলা একাডেমি চত্বরকে। সোহরাওয়ার্দী উদ্যানে যে বছর বইমেলা সম্প্রসারিত হলো সেই বছর এবং পরের দুটি বছরেও পাঠক অর্থাৎ ক্রেতা দর্শক বাংলা একাডেমির বাইরে খুব একটা যেতে চাইত না। কিন্তু এখন ক্রেতা-দর্শকের মানসিক পরিবর্তন ঘটছে। অধিকাংশ ক্রেতা-দর্শকই এখন মেলার সোহরাওয়ার্দী উদ্যাণকেই মেলার বাণিজ্যিক অংশ মনে করেন। আর তাই তারা প্রথমেই ঢুকে যান মেলার সোহরাওয়ার্দী উদ্যাণ অংশে। তারপর সময় পেলে মেলার বাংলা একাডেমি অংশেও ঢুঁ মারেন।
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশই প্রকৃত পক্ষে মেলার বাণিজ্যিক অংশ। এখানেই প্রায় সকল প্রকাশনা সংস্থার স্টল ও প্যাভিলিয়ন স্থান পেয়েছে। শিশুচত্বর, নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ, লেখক বলছি অনুষ্ঠান মঞ্চের পাশাপাশি খাবারের স্টলও রয়েছে সোহরাওয়ার্দী উদ্যাণ অংশে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যাণের উম্মুক্ত মঞ্চে রয়েছে মঞ্চ নাটকের বর্নাঢ্য আয়োজন। সব মিলিয়ে এবারের বইমেলার পরিবেশ অত্যন্ত চমৎকার। আর তাই এবার বইমেলায় বইয়ের বিক্রিও বেশী হচ্ছে। বিগত বছর গুলোর তুলনায় এবার বইমেলায় বইয়ের বিক্রি বেড়েছে বলে বিভিন্ন প্রকাশনা সূত্রে জানা গেছে।
আজ ১৯ ফেব্রæয়ারি বইমেলার ১৯ তম দিন। একদিন বাদেই একুশে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস। ওই দিন বইমেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন খোলা থাকবে।