Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক বই

মেলায় ১৫তম দিন শেষ। নতুন বই যা আসার তা প্রায় চলেই এসেছে। এখন শুধু লিস্ট ধরে কেনার পালা। মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক অনেকগুলো নতুন বই প্রকাশিত হয়েছে। এসব বই কিনে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হওয়া ছাড়াও কালেকশনে রাখতে পারেন। শুদ্ধ প্রকাশ থেকে এসেছে অরুণ কুমার বিশ্বাসের মুক্তযুদ্ধবিষয়ক কিশোর উপন্যাস ‘লালু বিলুর কান্ডকীর্তি’। সাহিত্য বিকাশ থেকে আরিফুর রহমানের ‘বরিশাল মুক্তিযুদ্ধ, একজন মুক্তিযোদ্ধার গল্প’, শিরীন পাবলিকেশন্স থেকে আলেক রোজারিওর ‘সালাম মুক্তিযোদ্ধা’, আগামী প্রকাশন থেকে হাসনাত আবদুল হাই এর ‘মুক্তিযুদ্ধের গল্প’, মো: মোজাম্মেল হক এর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সংগ্রাম বন্দী জীবন’, মিলটন রহমানের ‘মুক্তিযুদ্ধের গল্প’, আব্দুর রউফ চৌধুরীর ‘মুক্তি সংগ্রাম সমগ্র’, আসাদুজ্জামান আসাদের ‘সশস্ত্র সংগ্রাম ১৯৭১’, আলী মো: আবু নাঈমের ‘শহীদ বুদ্ধিজীবী কোষ’, আজাদুল হকের ‘আমার শৈশব আমার কৈশোর আমার দেখা মুক্তিযুদ্ধ’, অনন্যা থেকে এসেছে দীপু মাহমুদ এর ‘নিতুর ডায়েরি ১৯৭১’, সাহিত্য বিকাশ থেকে সোফিয়া হোসেনের ‘বীর বীরাঙ্গনা’, ঝিঙ্গেফুল থেকে এসেছে শরীফ খানের ‘মুক্তিযুদ্ধের সেরা কিশোর গল্প’, উৎস প্রকাশন থেকে এসেছে হাসান শাহরিয়ারের ‘নিউজ উইক-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বিজয় এবং তারপর’, তরফদার প্রকাশনী থেকে হায়দার আকবর খান রনোর ‘মুক্তিযুদ্ধে বামপন্থীরা’, বাংলা প্রকাশ থেকে দেবাশীষ দেব এর ‘অপারেশন রতন পুর’, অনন্যা থেকে মুনতাসীর মামুনের ‘বঙ্গবন্ধুর জীবন’, অন্য প্রকাশ থেকে আলোক রোজারিও ‘অরুনোদয়ের গল্প’, কথা প্রকাশ থেকে পলাম মাহবুবের কিশোর উপন্যাস ‘লালুর লাল জামা’, ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে হাসান ফেরদৌস এর ‘যুদ্ধের আড়ালে যুদ্ধ’, শব্দশৈলী থেকে ইখতিয়ার আমিনের ‘একাত্তরের গণহত্যা’, জ্ঞানকোষ প্রকাশনী থেকে ড. মো. মকসুদুর রহমানের ‘বাংলাদেশের স্বাধীনতার সাতকাহন’, মুক্তধারা থেকে যতীন চট্টোপাধ্যায়ের ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’, সাহিত্য বিকাশ থেকে কাজী গোলাম সরোয়ারের ‘একজন মুক্তিযোদ্ধার আত্মকথন’, শিশু প্রকাশ থেকে ইমদাদুল হক মিলনের ছোটদের মুক্তিযুদ্ধের গল্প ‘ছোটদের জন্য মুক্তিযুদ্ধের গল্প’, বাংলা একাডেমি থেকে হারুন-অর-রশিদের ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ’, রশীদ হায়দার সম্পাদিত ‘স্মৃতি ’৭১ (দ্বিতীয় খন্ড ও তৃতীয় খন্ড), লে. কর্নেল (অব) কাজী সাজ্জাদ আলী ও জহির বীর প্রতীকের ‘মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাসঃ সিলেট’।