Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বই কেনার এখনই সময়!

বিশেষ প্রতিনিধি
গুণে গুণে আর মাত্র ১১ দিন আছে একুশে বইমেলার। তার মানে প্রাণের মেলা, জ্ঞানের মেলা একুশে বইমেলার আজ নিয়ে ১৭ দিন চলে যাচ্ছে! কিনেছেন কি প্রিয় লেখকের নতুন বইটি? অনেকের ক্ষেত্রে এমনও হয় আজ না কাল করতে করতেই সময় পার হয়ে যায়। তখন আর করার কিছুই থাকে না। ধারনা করা হচ্ছে আগামী ৩ দিন অর্থাৎ ১৮, ১৯, ও ২০ ফেব্রæয়ারি পর্যন্ত বইমেলা হয়তো কিছুটা ফাঁকা পাওয়া যাবে। কিন্তু ২১ শে ফেব্রæয়ারি থেকে এক নাগারে ৪ দিন অর্থাৎ ২২, ২৩ ও ২৪ ফেব্রæয়ারি তুলনামূলক ভাবে বইমেলায় বেশি ভীড় থাকবে। ২১ ফেব্রæয়ারি মহান শহীদ দিবস। সেদিন সরকারি ছুটি থাকবে। বইমেলা চলবে সারাদিন। পরের দিন ২২ ফেব্রæয়ারি বৃহস্পতিবার ছুটির রেশ থাকতে থাকতেই বইমেলা পাবে আরও দুইটি ছুটির দিন। অর্থাৎ ২৩ ও ২৪ ফেব্রæয়ারি শুক্র ও শনিবারেও প্রচন্ড ভীড় হবে বইমেলায়। পরের ৪ দিন তো দেখতে দেখতেই হাওয়া হয়ে যাবে। কাজেই যারা ভীড় এড়িয়ে বইমেলা থেকে বই কিনতে ইচ্ছুক তারা আগামী ৩ দিন সময় বের করে নিন। এবারের বইমেলা আকার আয়তনে অনেক বড় হয়েছে। ভীড় থাকলে স্বচ্ছন্দে স্টলে স্টলে ঘুরে প্রিয় লেখকের বই কেনা অনেকের পক্ষেই সম্ভব হবে না। কাজেই সময় থাকতেই মেলা থেকে বই কিনে ফেলুন।
জানেন নিশ্চয়ই বইমেলার প্রতিটি স্টলে শতকরা ২৫ ভাগ কমিশনে বই বিক্রি হয়। আর হ্যা, বইমেলা কিন্তু ধুমপান মুক্ত এলাকা!