Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ফুলের পাশাপাশি একটি হলেও বই কেনা যায় না?

সুবর্না হক
ভালোবাসার দিনে যতো ফুল বিক্রি হয়েছে সেই তুলনায় বইমেলায় বই কি বিক্রি হয়েছে? যারা প্রিয়জনের জন্য ফুল কিনেছেন তারা খুব যে ভুল করেছেন তা নয়। ভালোবাসার দিনে ফুলের চেয়ে বড় উপহার আর হয় না। কিন্তু এটা একটা নিয়মে পরিণত হয়েছে। ভালোবাসার মানুষকে ফুল দিতে হবে এটাই নিয়ম। চলে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু নিয়মটা কি পাল্টানো যায় না? ভালোবাসার দিনে এমনও হয়েছে কেউ কেউ হাজার টাকার ফুলও কিনেছেন। কেউ তার চেয়েও বেশি। ফুল পেলে সবার মনই ভালো হয়। কিন্তু ফুলের পাশাপাশি একটি ভালো বই কি ভালোবাসার উপহার হতে পারে না? ফুল কিনতে হাজার টাকা খরচ করা যায়। সেই ফুলের স্থায়িত্বই বা কতক্ষণ? পাপড়ি ঝরে গেল তো ফুলের সৌন্দর্য্য শেষ। হাজার টাকা নিমিষেই হাওয়া। অথচ এই হাজার টাকায় কমপক্ষে ৫টি ভালো বই কেনা সম্ভব? বই কিনে কেউ দেউলিয়া হয় না। বইয়ের মতো ভালো বন্ধুও নাই। অথচ আমরা অনেকেই বই কেনার ক্ষেত্রে উদাসীন। বইয়ের মেলায় আসি। আড্ডা দেই। ফুচকা, চটপটি খাই। মেলা মাঠ চষে বেড়াই। কিন্তু অনেকেই বই কেনার কথা ভাবি না। এটা এক ধরনের মানসিক দৈন্যতা। বইয়ের মেলায় এসে যারা বই কিনেন না তারা কি বুঝতে পারেন যে নিজের সাথে প্রতারণা করছেন? প্রিয়বন্ধু, এখনও সময় আছে বইয়ের মেলায় এসে একটি হলেও ভালো বই কিনুন। ঠগবেন না। বই আপনাকে আনন্দ দিবে একথা নিশ্চিত করে বলতে পারি।