Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ভালোবাসার দিনে বইয়ের বিক্রি জমজমাট!

বিশেষ প্রতিনিধি
একে তো ভালোবাসা দিবস তার ওপর সপ্তাহের শেষ দিন। আর তাই গতকালের বইমেলা ছিল লোকে লোকারণ্য। বিকেলে বইমেলা শুরুর আগেই মেলার বাইরে রাস্তার ওপর বিপুল সংখ্যক ক্রেতা-দর্শকের সমাগম ঘটে। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে বইয়ের বিক্রি ্িযছল বিশেষভাবে উল্লেখ করার মতো। প্রায় প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে ক্রেতা দর্শক ভীড় করে প্রিয় কবি লেখকের বই কিনেছেন। কয়েকজন প্রকাশক জানিয়েছেন উপন্যাস ও কবিতা গ্রন্থের বিক্রি ছিল অনেক আশা ব্যঞ্জক। জনপ্রিয় কবি লেখকের বইয়ের পাশাপাশি অপেক্ষাকৃত তরুণ লেখকদের বইও গতকাল বেশ বিক্রি হয়েছে। বিকেলে বইমেলায় ঢুকে দেখা যায় অন্যদিনের চেয়ে মেলার পরিবেশ একটু অন্যরকম। সর্বত্র উৎসব মুখর পরিবেশ। ভালোবাসা দিবস বলে কথা। তাই প্রেমিক জুটির সংখ্যা ছিল বেশী। হাতে হাত রেখে ঘুরে বেড়ানো, মেলার বেঞ্চিতে বসে একটু খানি বিশ্রাম, তারপর খাবারের দোকানে ঢুঁ মেরে প্রিয় কবি লেখকের বইকেনার জন্য এই স্টল থেকে সেই স্টলে চক্কর দেওয়ার মধ্যেই অনেকের ব্যস্ত সময় কেটেছে।
শুধু তরুণরাই নয় বয়স্করাও গতকাল ভালোবাসার আভা ছড়িয়েছেন বইমেলায়। মেলার সোহরাওয়ার্দী উদ্যাণ অংশে এক প্রবীণ দম্পতিকে দেখা গেল বেঞ্চির ওপর বসে আইসক্রিম খাচ্ছেন। তরুণদের অনেকেই মোবাইলে তাদের ছবি তুলছিল। বুড়োবুড়ি বেশ খুশি। উত্তরায় থাকেন। ছেলে-মেয়েরা সবাই বিদেশে। সে কারণে স্বামী-স্ত্রী দু’জনই এক সাথে সময় কাটানোর চেষ্টা করেন। ভীড়ের কারণে তারা গতকাল বই কিনেননি। তবে দুই একদিনের মধ্যে মেলায় এসে প্রিয় কবি লেখকের বই কিনবেন। বইগুলো প্রিয়জনদেরকে উপহার দিবেন। প্রিয় পাঠক, আপনার খবর কি? মেলো থেকে বই কিনেছেন? না কিনে থাকলে আজই সিদ্ধান্ত নিন।