Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

আফজাল হোসেনের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বসেছিল তারার মেলা!

বিশেষ প্রতিনিধি
দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। কিন্তু অনুষ্ঠানের মূল শিরোনাম ছিল ‘মিলন মেলা’। অবশ্য আফজাল হোসেনের বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বলে কথা। দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অভিনয় তারকাদের জমজমাট উপস্থিতি ছিল অনুষ্ঠানটিতে। কাজেই অনুষ্ঠানের শিরোনাম ‘মিলন মেলা’ হওয়াটাই যুক্তিযুক্ত। আফজাল হোসেন, এক নামেই যার ব্যাপক পরিচিতি। তিনি একাধারে অভিনেতা, শিল্পী, নাট্যকার, পরিচালক এবং কবি। লেখেন কম। কিন্তু যা লেখেন তার গুরুত্ব অনেকখানি। প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ বললেন, প্রত্যেক অভিনেতার মাঝে একজন কবি বাস করেন। আফজাল হোসেনের কবিতা আমার অনেক পছন্দ। আমি চাইব এখন থেকে তিনি কবিতা লেখার প্রতি আরও মনোযোগী হবেন।
আফজাল হোসেনের নতুন কবিতা গ্রন্থের নাম ‘১৯নং কবিতা মোকাম’। সাথে সমকালিন বিভিন্ন বিষয়ের ওপর লেখা একটি সংকলন গ্রন্থও বেরিয়েছে। গ্রন্থটির নাম ‘সাবান মাখা রোদ’। দুটি বইয়েরই প্রকাশনা উপলক্ষে ধানমন্ডিস্থ ছায়ানট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানের মাধ্যমে অনিন্দ্য সুন্দর পরিবেশে অনুষ্ঠানটির সূচনা হয়। বক্তৃতা পর্বে অংশ নেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট প্রাবন্ধিক ইফতেখারুল ইসলাম, বিশিষ্ট চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, শিশু সাহিত্যিক লুৎফর রহমান রিটন, সাপ্তাহিকের সম্পাদক গোলাম মোর্তুজা সহ অনেকে। অনুষ্ঠানে আফজাল হোসেনের ‘১৯ নং কবিতা মোকাম’ গ্রন্থ থেকে কয়েকটি কবিতা পড়ে শোনান অভিনেত্রী, নাট্যকার, চিত্রশিল্পী বিপাশা হায়াত। বক্তৃতা পর্ব শেষে আফজাল হোসেনকে সাথে নিয়ে অতিথিরা বই দুটির মোড়ক উন্মোচন করেন। উল্লেখ্য, বই দুটি প্রকাশ করেছে অনন্যা। বইমেলায় অনন্যার স্টলে বই দুটি পাওয়া যাবে।