Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

মনে পড়ে কী তাঁদের কথা!

এক সময় তাঁরা আমাদের সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। মূলত তাঁদের হাত ধরেই আমাদের সাহিত্য অঙ্গণ আমাদের একুশে বইমেলা আজ এতো বড় ও বিস্তৃত হয়েছে। আমরা কি পাঠক হিসেবে তাঁদেরকে মনে রেখেছি? শামসুর রাহমান, যাকে বলা হয় কবি শ্রেষ্ঠ। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কালজয়ী কবিতা লিখেছেন তিনি। আমাদের উচিৎ তাঁর বই ও কর্মজীবন সম্পর্কে তরুণ প্রজন্মকে অবহিত করা। সব্য সাচী লেখক সৈয়দ শামসুল হককে আমরা ভুলে যাইনি তো? কবি রফিক আজাদ দুর্দান্ত কবিতা লিখতেন। প্রথা বিরোধী লেখক হুমায়ূন আজাদ বাংলা সাহিত্যের বাঁকটাই ঘুরিয়ে দিয়েছিলেন? আখতারুজ্জামান ইলিয়াস, আহমদ ছফা, আহমদ শরীফ, আবু জাফর ওবায়দুল্লাহর কথা কি আমাদের বর্তমান প্রজন্ম ভালো ভাবে জানে? নাট্যকার কথাসাহিত্যিক আব্দুল্লাহ আল মামুন, সেলিম আল দীন সম্পর্কে কার কেমন ধারনা? এই তো কিছুদিন আগে না ফেরার দেশে চলে গেছেন কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা আমজাদ হোসেন। কথাসাহিত্যেও তাঁর অবদান অনেক। বইমেলায় ক’জন তাঁর বইয়ের খোঁজ করেন? এমনি আরও অনেক প্রিয় কবি লেখকের কথা উল্লেখ করা যায়। শিক্ষকমন্ডলী সহ অভিভাবকদের উচিৎ এই সব গুণী কবি লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে তরুণ প্রজন্মকে অবহিত করা। মোট কথা, আমরা যেন এই সব গুণী কবি লেখকদেরকে ভুলে না যাই।