Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

ছুটির দিনে জমলো মেলা!

একুশে বইমেলা এবার শুরুর দিকেই পর-পর দুটি ছুটির দিন পেয়েছে। ফলে শুরুতেই জমে গেছে প্রাণের মেলা। প্রথম দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নিরাপত্তা জড়িত কারনে প্রথমদিন মূলতঃ সন্ধ্যার পর সাধারন ক্রেতা-দর্শক মেলায় ঢোকার সুযোগ পায়। কিন্তু গতকাল শনিবার ছুটির দিনটিতে একুশে বইমেলা হয়ে ওঠে আনন্দ মুখর। সকালের দিকে ভীড় কিছুটা কম থাকলেও দুপুরের পর বইমেলায় মানুষের ঢল নামে। বাংলা একাডেমি, এবং সোহরাওয়ার্দী উদ্যানস্থ বইমেলার উভয় অংশে বিপুল সংখ্যক ক্রেতা-দর্শক বইমেলায় এসে উপস্থিত হয়। বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলে ক্রেতা-দর্শকের ভীড় ছিল উল্লেখ করার মতো। অনেকেই ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে বইমেলায় এসেছিলেন। ছেলে-মেয়েদের বায়না মেটাতে অনেকে পছন্দের কবি, লেখকের নতুন বই খুঁজতে থাকেন। তবে অধিকাংশ দর্শক ঘুরে ঘুরে মেলার বিভিন্ন আয়োজন দেখেছেন। মেলার সাজানো গোছানো পরিবেশ দেখে প্রায় সকলেই খুশি। ফুলার রোডের বাসিন্দা জহুরুল হক বললেন, সাজানো গোছানোর ক্ষেত্রে এবারের বইমেলা অন্যান্যবারের চেয়ে অনেক দৃষ্টিনন্দন হয়েছে। প্যাভিলিয়ন গুলো এবার মেলার সৌন্দর্য বহুগুনে বাড়িয়ে তুলেছে। যাত্রাবাড়ির কামরুন্নাহার বললেন, একুশে বইমেলার জন্য সারা বছর অপেক্ষায় থাকি। কারণ একুশে বইমেলায় এলে কি যে আনন্দ পাই তা ভাষায় বোঝাতে পারব না।