Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

দেশী শব্দের প্রতি মায়া কমে যাচ্ছে!

কেদারা বললে কেউ চিনবে না। কিন্তু চেয়ার বললেই চিনবে। টেবিল, চেয়ার ইংরেজি শব্দ হলেও আমাদের প্রাত্যহিক জীবনের অতি প্রিয় শব্দ হয়ে উঠেছে। এখন আর আমরা ইচ্ছে করলেই চেয়ারকে কেদারা নামে পরিচিত করতে পারব না। যদিও এখনও বিশ্ববিদ্যালয়কে ভার্সিটি না বলে বিশ্ববিদ্যালয় বলেই পরিচিত করা সম্ভব। বাথরুমকে শৌচাগার বলে পরিচিত করার সুযোগ আছে এখনও। যেমন মোবাইল ফোনকে মুঠোফোন হিসেবে পরিচিত করে তোলা যায়। এমনি আরও অনেক বিদেশী শব্দ আছে যে শব্দগুলো আমাদের প্রাত্যহিক জীবনে বিশেষ ভাবে প্রভাব ফেলতে শুরু করেছে। অথচ ইচ্ছে করলেই আমরা শব্দ গুলোকে বাংলায় উচ্চারণ করতে পারি। জাতীয় পর্যায়ের নির্বাচনের কথাই ধরা যাক। পুরো নির্বাচন প্রক্রিয়ায় যে জরুরি শব্দ গুলো ব্যবহার করা হয় তার অধিকাংশই বিদেশী শব্দ। যিনি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি ‘রিটার্নিং অফিসার’। ভোট কেন্দ্রের দায়িত্বে যিনি থাকেন তাকে বলা হয় ‘প্রিজাইডিং অফিসার’। তাকে যিনি সহযোগিতা করেন তার নাম পোলিং অফিসার। ভোটের বাক্সকে আমরা বলি ব্যালট বাক্স। [আরো পড়–ন তৃতীয় পাতায়]