Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বন্যার জন্মদিনে বসেছিল গানের মেলা!

শীতের সকাল। সহজেই ঘুম ভাঙ্গতে চায় না। আবার ঘুম ভাঙ্গলেও সহজেই বিছানা ছাড়তে মন চায় না। বরং লেপ অথবা কম্বলের ওম নিয়ে শুয়ে থাকা অনেক আনন্দের। সেখানে শীতের সকালে একটি গানের অনুষ্ঠানে স্বয়ং জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান এসে হাজির। শুধুই তিনিই নন এসেছেন আরও অনেকে; প্রিয় শিল্পীর গান শুনতে। প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান বলে কথা। অনুষ্ঠানটির আয়োজন করেছিল চ্যানেল আই। বহুল জনপ্রিয় অনুষ্ঠান গানে গানে সকাল শুরুর বিশেষ পর্ব। চ্যানেল আই চত্বরে ছাতিম গাছের তলায় সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন মঞ্চ। ব্যাকড্রপে প্রিয় শিল্পী বন্যার একটি বিরাট সাইজের ছবি শোভা পাচ্ছে। হাসি মুখের বন্যার সামনে দর্শক সারীতে হাসি মুখের অনেক প্রিয় শ্রোতা, ভক্ত, বিশিষ্টজনেরা বসে আছেন। সবাই এসেছেন জন্মদিনে রেজওয়ানা চৌধুরী বন্যাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরাসির তাঁর গান শুনতে। বাড়তি পাওনা চ্যানেল আই প্রচার করছে অনুষ্ঠানটি। শুধু দেশেই নয় বিশ্বের ৬টি মহাদেশে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন কোটি কোটি বাঙ্গালী দর্শক। অতিথিদের কাছে এটাও বাড়তি আগ্রহের। আর তাই নিমিষেই বন্যার ভক্ত শুভাকাঙ্খীদের ভীড়ে মুখরিত হয়ে উঠলো চ্যানেল আইয়ের ছাতিমতলা। প্রিয় গানের প্রতিষ্ঠান সুরের ধারার একদল শিল্পীকে সাথে নিয়ে মঞ্চে গান গাইতে বসেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। শুরুর দিকে তাঁর সাথে সমবেত কণ্ঠে গান গাইলেন দীর্ঘ দিনের সহকর্মী, প্রিয়বন্ধু বরেণ্য শিল্পী সাদী মুহম্মদ। পরে সুরের ধারার শিল্পীদের সাথে নিয়েই বন্যা তার গানের আলোকিত জানালা খুলে দিলেন।

Bonna

মঞ্চে একের পর এক গান গেয়ে চলেছেন তিনি। মাঝে মাঝে অতিথিরা বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিলেন। পাশাপাশি শীতের পিঠা দিয়ে অতিথিদেরকে আপ্যায়ন পর্ব চলছিল। অস্ট্রেলিয়া প্রবাসী বাঙ্গালী স্থপতি দেশ বরেন্য উপস্থাপক ফরহাদুর রেজা প্রবালের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় বসবাসরত একদল প্রবাসী বাঙ্গালী দর্শক হয়ে ওঠেন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। অনুষ্ঠান চলছিল। মাঝ পথে এসে হাজির হন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। মঞ্চে ডেকে নেয়া হয় তাঁকে। তখনই জানা গেল জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বন্যার পাঁচজন প্রিয় মামার একজন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্যার উদ্দেশে আনিসুজ্জামান বলেন, বন্যা আমি তোমার গানের অনেক বড় ভক্ত। দোয়া করি তোমার গান যেন থেমে না যায়।
অনুষ্ঠানের শেষে রেজওয়ানা চৌধুরী বন্যার নতুন একক অ্যালবাম ‘তুমি মোর পাও নাই পরিচয়’ এর মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আনিসুজ্জামান সহ অন্যান্য অতিথিরা।
জন্মদিনের অনুভ‚তি ব্যক্ত করে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, জন্মদিন মানেই তো আনন্দের। চ্যানেল আই আমার একটি পরিবার। কাজেই পরিবারের প্রিয় মানুষেরা যখন জন্মদিন পালনের বিশেষ আয়োজন করে তখন আনন্দের সীমা-পরিসীমা থাকে না।
অনুষ্ঠানের শেষে রেজওয়ানা চৌধুরী বন্যাকে চ্যানেল আই এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা স্মারক উত্তরীয় পরিয়ে দেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। চ্যানেল আই-এর আলোচিত রিয়েলিটি শো এসিআই গানের রাজা’র একদল ক্ষুদে প্রতিযোগি রেজওয়ানা চৌধুরী বন্যাকে শুভেচ্ছা জানাতে আসে। বন্যা তাদেরকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করেন।
অনিন্দ্য সুন্দর এই অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন চ্যানেল আই এর মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন দিলরুবা সাথী।