Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

চ্যানেল আই প্রাঙ্গনে

চ্যানেল আই প্রাঙ্গনে প্রিয়শিল্পী আইযুব বাচ্চুর লাশ পৌঁছার আগেই চ্যানেল আই-এর কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিল্পীর অসংখ্য ভক্ত গুণগ্রাহী চ্যানেল আইতে এসে ভীড় করেন। চ্যানেল আইতে আইয়ুব বাচ্চুর মরদেহ পৌঁছার সাথে সাথেই কান্না ভেজা পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় দাঁড়ানো শত শত ভক্ত-অনুরাগীর চোখে মুখে ছিল স্বজন হারানোর বেদনা। দেশ বরেণ্য অনেক শিল্পী চ্যানেল আই প্রাঙ্গনে বাচ্চুর জানাজায় শরীক হন। তাদের কেউ কেউ কান্না থামাতে পারেননি। নামাজে জানাজা শুরুর আগে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ ও বাচ্চুর ছোট ভাই ছোট্টু বক্তব্য রাখেন। শাইখ সিরাজ বলেন, গুণী শিল্পী আইয়ুব বাচ্চু ছিলেন চ্যানেল আই পরিবারেরই একজন। চ্যানেল আই-এর বিভিন্ন রিয়েলিটি শো সহ অনেক অনুষ্ঠানের পরিকল্পনার সাথেও বাচ্চুর সরাসরি অংশগ্রহণ ছিল। বাচ্চুকে হারিয়ে চ্যানেল আই পরিবার শোকাহত।
চ্যানেল আই-এর আগে জাতীয় ঈদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আইয়ুব বাচ্চুর লাখ লাখ ভক্ত অংশ নেয়। চট্টগ্রামে মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুর লাশ দাফনের আগে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে মাঠে লাশের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেয়। এর আগে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে বাচ্চুর লাশ চট্টগ্রামে পৌছালে সিটি মেয়ের আ জ ম নাছির উদ্দিন লাশ গ্রহণ করেন।