Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

অদম্য জার্সি ডিজাইন কনটেস্ট সারাদেশে ব্যাপক সাড়া

ক্রিকেট এখন আমাদের ঐক্যের প্রতীক। ক্রিকেটাররা আমাদের গর্ব। তারা আমাদের নায়ক। আমাদের প্রেরনার উৎস। ক্রিকেটারদের জার্সি আমাদের পরিচয় বহন করে। তাইতো অনেকে ক্রিকেটের জার্সি গায়ে দিয়ে বেড়াতে যান। অন্যকে বোঝাতে চান- এই দ্যাখ আমাদের ক্রিকেটের জার্সি, আমাদের প্রিয় বাংলাদেশ… আনন্দ সংবাদ দেশের ক্রিকেট ভক্তরাই এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সির ডিজাইন করতে পারবে। ‘রবি অদম্য জার্সি ডিজাইন কনটেস্ট’কে কেন্দ্র করে সারাদেশে ক্রিকেট ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পরেছে। ইতিমধ্যে জাতীয় দলের জার্সির জন্য হাজার হাজার ডিজাইনও জমা পরেছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্ধারিত বুথে প্রতিযোগিরা ডিজাইন জমা দিয়েছেন। পাশাপাশি অনলাইনেও অনেকে এই কাজটি সেরেছেন।  ভক্তদের পাঠানো ডিজাইন থেকে ১১টি সেরা ডিজাইন বাছাই শেষে শুরু হবে ভোটিং রাউন্ড পর্ব। পাঁচ সদস্যের একটি বিচারক প্যানেল বিচারকার্য সম্পাদন করবেন। ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটিং লাইন চালু থাকবে। পছন্দের জার্সির শর্টকোড লিখে ২২০২০ নম্বরে এসএমএস করে ভোট দিতে হবে। শুধুমাত্র রবি গ্রাহকরা অন লাইনের মাধ্যমেও ভোট দেয়ার সুযোগ পাবেন।  ভোট পর্ব শেষ হলে ঈদের পর ২ অক্টোবর ফাইনাল গালা রাউন্ড অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানেই সেরা ডিজাইন ও ডিজাইনারের মাথায় উঠবে বিজয়ের মুকুট। ৯ অক্টোবর চ্যানেল আইতে গালা রাউন্ড প্রচার করা হবে।  বিজয়ী IMG-20150824-WA0003জার্সি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল জার্সি হিসেবে ব্যবহ্নত হবে। বিজয়ী ডিজাইনার পুরস্কার হিসেবে পাবেন নগদ ৩ লাখ টাকা, ১ লাখ টাকা সমমূল্যের হ্যান্ডসেট এবং ১ লাখ টাকা সমমূল্যের রবি বোনাস।  উলে­খ্য, দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর এবং জাতীয় ক্রিকেট দলের গর্বিত পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যৌথভাবে এ জার্সি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার চ্যানেল আই।  ১৬ আগষ্ট মিরপুরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রবি’র এই ‘অদম্য জার্সি ডিজাইন কনটেস্ট এর উদ্বোধন করা হয়। রবি’র চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতার উদ্দিন আহমেদ, বিসিবি’র মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় এবং চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।  সাংবাদিক সম্মেলনে রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, টাইগারদের সাম্প্রতিক খেলা পুরো জাতিকে মন্ত্রমুগ্ধ করেছে। স্বাভাবিক ভাবেই ক্রিকেট খেলা এবং আমাদের বিশ্বজয়ী দলের জন্য লাখো ভক্তের ভালোবাসা অর আবেগের প্রতীকে পরিণত হয়েছে জাতীয় ক্রিকেট দলের জার্সি। রবি ক্রিকেট ভক্তদের নিরন্তর সমর্থনের প্রতি সম্মান জানাতে জার্সি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করেছে। এই উদ্যোগে বিসিবির সমর্থন পেয়ে আমরা তাদের প্রতি বিশেষ ভাবে কৃতজ্ঞ। সমর্থকদের ডিজাইন করা জার্সি অবশ্যই আমাদের টাইগারদের আগামীর পথ চলায় বিশেষ ভাবে অনুপ্রাণিত করবে।  অদম্য জার্সি ডিজাইন কন্টেস্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আগ্রহীরা www.wearetigers.com.bd সাইটে ভিজিট করতে পারেন।  এক নজরে রবি  রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্র“প বারহাদ ও জাপানের এনটিটি ডাকামো ইনক এর একটি সম্মিলিত উদ্যোগ। রাজস্বের ভিত্তিতে রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা মার্চ ২০১৫ পর্যন্ত ২৬ মিলিয়নেরও বেশী। ১১ হাজার ২০০  বিটিএস নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। রবি বাজারের সব চেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে যা ২০০টি দেশে ৬০০ টির বেশী অপারেIMG-20150824-WA0005টরকে সংযুক্ত করেছে। রবি দেশের প্রথম অপারেটর হিসেবে জিপিআর এস ও ৩.৫ জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভ‚মিকা পালন ও উপশহর অঞ্চল গুলোর সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালুর জন্য ব্যাপক বিনিয়োগ করেছে।  ভোটিং ধাপ এসএমএস ভোটিং: ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটিং লাইন চালু থাকবে। ১১ জন বাছাই করা ফাইনালিষ্টদের নিয়ে এই এসএমএস ভোটিং চলবে। এসএমএস-এর মাধ্যমে ভোট করতে হবে। শুধুমাত্র রবি গ্রাহকরা অনলাইনের মাধ্যমেও ভোট করার সুযোগ পাবেন। এসএমএস-এর মাধ্যমে ভোট করার নিয়মঃ  ডিজাইনের নাম    কোড    এসএমএস পাঠাতে          ডায়াল কোড ডিজাইন-১    ১    ২২০২০         ডিজাইন-২    ২    ২২০২০     ডিজাইন-৩    ৩    ২২০২০ ডিজাইন-৪    ৪    ২২০২০ ডিজাইন-৫    ৫    ২২০২০ ডিজাইন-৬    ৬    ২২০২০ ডিজাইন-৭    ৭    ২২০২০ ডিজাইন-৮    ৮    ২২০২০ ডিজাইন-৯    ৯    ২২০২০ ডিজাইন-১০    ১০    ২২০২০ ডিজাইন-১১    ১১    ২২০২০ ভোটিং চলাকালীন সময়ে দৈনিক পত্রিকায় শর্টকোডগুলো দেওয়া হবে।