Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বড় পর্দার নতুন তারকা

আজ থেকে তিন বছর আগেই আমরা ফারিয়াকে নিয়ে প্রচ্ছদ কাহিনী ছেপেছিলাম। শিরোনাম ছিল ‘ফারিয়ার বড় পর্দার নতুন তারকা’। সেই ফারিয়া এখন তুমুল আলোচিত তারকা। শুধু দেশে নয় বিদেশেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। আনন্দ আলোয় তাকে ঘিরে লেখাটির শুরুটা ছিল এরকমÑ মেয়েটি দেখতে অপরূপ। অথচ মন খারাপ করলে নাকি তাকে দেখতে আরও বেশি সুন্দর দেখায়। তার নাম নুশরাত ফারিয়া। হ্যাঁ, নুশরাত ফারিয়ার মধ্যে আগামীর সম্ভাবনা দেখছেন অনেকে। ইতোমধ্যে যার প্রমাণ করিয়া দিয়েছেনও।