Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

বন্ধু নিয়ে অনেক ভাবনা

বন্ধুত্ব নিয়ে আনন্দ আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। একবার বন্ধুত্বের শিরোনামে প্রচ্ছদ মুখ হয়েছিলেন সাব্বির, শ্রাবন্তী ও শাহরিয়ার নাজিম জয়। তারা বলেছিলেন ‘রক্তের সম্পর্কের বাইরে আত্মার যে সম্পর্ক সেটাই বন্ধুত্ব’। এই প্রতিবেদন প্রকাশের পর আনন্দ আলোর এক পাঠক চিঠি লিখলেনÑ শ্রদ্ধেয় সম্পাদক, বন্ধুত্ব নিয়ে আনন্দ আলোর শীর্ষ কাহিনী পড়লাম। খুব ভালো লাগল। আমি কয়েকটি ছবির নাম পাঠালাম। ছবিগুলো অর্থাৎ এই সিনেমাগুলো দেখলেই বুঝবেন বন্ধুত্ব কাকে বলে। সিনেমার নামÑ অবুঝ মন, গৃহদাহ, হোয়েন হ্যারিমেট স্যালি, সোলওয়া সাল, হাতি মেরা সাথী, হাম তুম, কুছ কুছ হোতা হ্যায়, শোলে, দিল চাহতা হ্যায়, মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং।