Ananda ALo
Ultimate magazine theme for WordPress.

নিজে ভালো তো সবই ভালো

গুণী অভিনেত্রী আনোয়ারা ও তার মেয়ে অভিনেত্রী মুক্তিকে নিয়ে আনন্দ আলোয় ‘মুখোমুখি’ বিভাগে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। শিরোনাম ছিল ‘নিজে ভালো তো সবই ভালো’। মা ও মেয়ে সেদিন অনেক কথা বলেছেন। মুক্তি তার মা সম্পর্কে বলেছেন, আমার মা আমার পৃথিবী। আবার মেয়ের সম্পর্কে মা আনোয়ারা বলেছেন, ও আমার কলিজার টুকরা। আড্ডার এক পর্যায়ে মা ও মেয়ের অভিন্ন বক্তব্য ছিল এরকমÑ যে যাই বলুক নিজে ভালো তো সবই ভালো… এর চেয়ে আর বড় সত্য নাই। এই প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক প্রতিক্রিয়া আসে পাঠক/পাঠিকার পক্ষ থেকে। কুমিল্লা থেকে সুজন হায়দার নামে এক পাঠক চিঠিতে লিখেছিলেন, সত্যি কথা। নিজে ভালো হবার চেষ্টা করুন। দেখবেন চারপাশের সবকিছুই ভালো মনে হবে।